‘ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ’
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, ভারতের সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং ছিটমহল সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। ভারত সরকার এসব বিষয়ে বাংলাদেশকে বারবার আশ্বস্ত করেছে।
গতকাল শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিজারুল কায়েস।
গতকাল শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিজারুল কায়েস।
তিনি গতকাল বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদয় শঙ্কর মিলনায়তনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন নিয়ে এক বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মিজারুল কায়েস বলেন, ভারত সরকার বাংলাদেশকে আশ্বস্ত করে বলেছে, তিস্তা পানিবণ্টন চুক্তি হবেই। দেশের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে এই চুক্তি সম্পাদনে বিলম্বিত হচ্ছে। পাশাপাশি ছিটমহল বিনিময়ের লক্ষ্যে ভারত প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এসব চুক্তি সম্পাদনের ব্যাপারে ভারতের পার্লামেন্ট অনুমোদন দিলেই চুক্তি সম্পাদিত হবে। এ লক্ষ্যে দেশটির সরকার দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।
No comments