কেনিয়ায় আগুনে ১২০ জনের মৃত্যু
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তি এলাকায় আগুনে পুড়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পুলিশ এ কথা জানায়।
নাইরোবির লুঙ্গা লুঙ্গা শিল্প এলাকায় একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণের মাধ্যমে এ আগুন ছড়ায়। এ সময় আগুন নিকটবর্তী সিনাই বস্তিতে ছড়িয়ে পড়ে।
ওই এলাকার পুলিশ কামান্ডার টমাস আটুটি বলেন, ‘এ পর্যন্ত শতাধিক লাশ পাওয়া গেছে। এসব লাশ সরিয়ে নিতে বিশেষ ব্যাগের জন্য অপেক্ষা করছি।’
জোসেফ এমওয়েগো নামের এক এলাকাবাসী বলেন, পাইপলাইনের ছিদ্রের মাধ্যমে স্থানীয় একটি ডিপো থেকে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহে নেমে পড়ে বস্তিবাসী। এ সময় বিকট এক বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগে যায়। সিগারেট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এতে অনেক বস্তিবাসী দগ্ধ হয়।
নাইরোবির লুঙ্গা লুঙ্গা শিল্প এলাকায় একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণের মাধ্যমে এ আগুন ছড়ায়। এ সময় আগুন নিকটবর্তী সিনাই বস্তিতে ছড়িয়ে পড়ে।
ওই এলাকার পুলিশ কামান্ডার টমাস আটুটি বলেন, ‘এ পর্যন্ত শতাধিক লাশ পাওয়া গেছে। এসব লাশ সরিয়ে নিতে বিশেষ ব্যাগের জন্য অপেক্ষা করছি।’
জোসেফ এমওয়েগো নামের এক এলাকাবাসী বলেন, পাইপলাইনের ছিদ্রের মাধ্যমে স্থানীয় একটি ডিপো থেকে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহে নেমে পড়ে বস্তিবাসী। এ সময় বিকট এক বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগে যায়। সিগারেট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এতে অনেক বস্তিবাসী দগ্ধ হয়।
No comments