প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আরব লিগের প্রধানের বৈঠক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল শনিবার আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে বৈঠক করেছেন। সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য দিয়েছে।
এদিকে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীর উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি সাহায্য কামনা করেছে। তুরস্ক ইঙ্গিত দিয়েছে, সিরীয় সরকারের সহিংস দমনপীড়নে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
সিরীয় সংকট নিরসনের লক্ষ্যে আরব লিগের প্রধান ১৩ দফা দাবি নিয়ে দামেস্কে পৌঁছেছেন। দেশটির গণতন্ত্রপন্থীদের আন্দোলন নিয়ে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে তাঁর আলোচনা হলেও দ্বিপক্ষীয় এ বৈঠকের বিস্তারিত জানা যায়নি।
আরব লিগের প্রস্তাবের একটি অনুলিপি বার্তা সংস্থা এএফপির হাতে পৌঁছেছে। সেই প্রস্তাবনা অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করার কথা। এ ছাড়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দমনপীড়ন বন্ধেরও আহ্বান জানানোর কথা।
বার্তা সংস্থা সানা বলেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট আসাদের উচিত ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করা। এ ছাড়া গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করা এবং ২০১৪ সালে আসাদের মেয়াদ শেষ হওয়ার পর বহুদলীয় নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত।

No comments

Powered by Blogger.