সামরিক হস্তক্ষেপ মুসলমানদের মৌলবাদী করেনি
ধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ মুসলমানদের মৌলবাদী করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের উ ৎ সাহিত করেছে—এ ধরনের অভিযোগ নাকচ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ব্লেয়ার বলেন, ‘ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই তখনই শেষ হবে, যখন আমরা মতাদর্শকে পরাজিত করতে পারব।’ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনা ‘খুবই গুরুত্বপূর্ণ’।
বিবিসির সঙ্গে আলাপকালে টনি ব্লেয়ার বলেন, ৯/১১ ঘটনার পর তিনি যুক্তরাজ্যের আকাশে একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ প্রায় দিয়েই ফেলেছিলেন।
৯/১১ হামলার ১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ব্লেয়ার রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষা ৎ কারে বলেন, ‘মুসলমানরা মৌলবাদী হচ্ছে, এর কারণ এই নয় আমরা তাদের কিছু করছি। বরং তারাই তাদের মতাদর্শে বিশ্বাস করে।
ব্লেয়ার বলেন, ‘ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই তখনই শেষ হবে, যখন আমরা মতাদর্শকে পরাজিত করতে পারব।’ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনা ‘খুবই গুরুত্বপূর্ণ’।
বিবিসির সঙ্গে আলাপকালে টনি ব্লেয়ার বলেন, ৯/১১ ঘটনার পর তিনি যুক্তরাজ্যের আকাশে একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ প্রায় দিয়েই ফেলেছিলেন।
৯/১১ হামলার ১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ব্লেয়ার রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষা ৎ কারে বলেন, ‘মুসলমানরা মৌলবাদী হচ্ছে, এর কারণ এই নয় আমরা তাদের কিছু করছি। বরং তারাই তাদের মতাদর্শে বিশ্বাস করে।
No comments