আশঙ্কা সত্ত্বেও নিউইয়র্কে জাঁকালো ফ্যাশন শো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে জমে উঠেছে ‘স্প্রিং ২০১২ ফ্যাশন’ সপ্তাহ। ৯/১১-এর দশম বার্ষিকীতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকলেও গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীর আয়োজনে কোনো ঘাটতি নেই।
আয়োজকেরা গত শুক্রবার বলেন, সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে নগর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। ম্যানহাটনের লিংকন সেন্টারের ফ্যাশন কেন্দ্রসহ নিউইয়র্কজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফ্যাশন সপ্তাহে যোগ দিতে কানাডা থেকে আসা আলোকচিত্রী অ্যালেক্স মারগেরি বলেন, ‘এমনিতে আমি চিন্তিত নই। সকাল থেকেই রাস্তায় লোকজনের আনাগোনা ছিল। তবে আমি অতিরিক্ত সতর্ক ছিলাম।’ প্রদর্শনীর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ক্যাটওয়াক দেখতে গিয়ে সব ভয় দূর হয়ে গেছে।
গতানুগতিক ধারা ভেঙে পোশাকের ডিজাইনে এবার হালকা কারুকাজ ও উপাদান নিয়ে এসেছেন জ্যাসন উ। তিনি মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার অভিষেক বল গাউনের ডিজাইনার নির্বাচিত হয়ে ব্যাপক তারকাখ্যাতি পেয়েছেন। এদিকে, রেবেকা টেলর ডিজাইন করেছেন অসংখ্য পাড়ের সিল্কের পোশাক। এ ছাড়া মেয়েলি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সঙ্গে রয়েছে কোমর-বন্ধনী ও লাল বা সোনালি ফিতার স্যান্ডেল। ডিজাইনার পিটার সম নিয়ে এসেছেন ফুলের ছাপসংবলিত দুর্দান্ত কিছু পোশাক ও ট্রাউজার। খেলার পোশাকের নকশা করার জন্য খ্যাত টমি হিলফিগারের ভান্ডারে রয়েছে ছেলেদের বসন্তকালীন পোশাকের সমাহার।
গতকাল ২৫টির বেশি পোশাকের প্রদর্শনী হয়। নামকরা ডিজাইনারদের মধ্যে প্রবাল গুরুং, মনিক লুইলিয়ার ও ফেলিপ ওলিভেইরার পোশাক প্রদর্শিত হয়। নিউইয়র্কের এই ফ্যাশন শো চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

No comments

Powered by Blogger.