ছ্যাঁক খেয়েছি করিনা শোক আবার একটা উপায় হোক! দেশটা নাকি বিক্রি হলো এবার তোমায় কিছু রইল না আর দেবার। ভালোবাসায় টাউট সব হয়ে যাক আউট। তোমার চোখে আমি যখন ফাইন তখন ভ্যালেন্টাইন। তুমি কোন চ্যানেলের ফুল গো কোন চ্যানেলের তারা আমি রিমোট টিপে টিপে তোমার পাইনে কোনো সাড়া।
No comments