দাম্পত্য জীবনের রহস্য কী?

ভালোবাসা দিবসের বিশেষ সংখ্যা উপলক্ষে এ দেশের খ্যাতনামা তারকা দম্পতিদের একটি বিশেষ প্রশ্ন করা হয়েছিল রস+আলোর পক্ষ থেকে। কীভাবে তাঁরা সংসারজীবনের এতটা পথ পাড়ি দিয়েছেন, এর রহস্যটাই বা কী? তদন্ত প্রতিবেদন কী বলে, চলুন, জেনে নিই।


প্রতিবেদন পেশ করছেন রস+আলোর বিশেষ গোয়েন্দা তৌহিদা শিরোপা

তিন্নি: হিল্লোল খুব ভালো ছেলে। যা বলি তা-ই শোনে। বাইরের সব রাগ ওর ওপর ঝাড়ি, কিন্তু নীরবে সয়ে যায় সব। সে কারণেই তিন বছরের সংসার আজও টিকে আছে।
হিল্লোল: ব্ল্যাক ম্যাজিক, যা দিয়ে তিন্নি আমাকে বশ করেছে। তাই তো সংসার সুখের আছে।

জুয়েল আইচ: কেননা আমার হাতে জাদু আছে।
বিপাশা আইচ: প্রায় ২৫ বছরের সংসার আমাদের। পাসপোর্টের মতো প্রতি পাঁচ বছর পরপর নবায়ন করাই। সে কারণেই এত দূর পথচলা।

বাপ্পা মজুমদার: ছেলেবেলা থেকেই ইচ্ছা ছিল মঞ্চে নাচব-গাইব। গান পারলেও নাচটা এখনো শিখতে পারিনি। চাঁদনীর কল্যাণে হয়তো সেটিও শেখা হয়ে যাবে। সেই আশাতেই সংসার করছি।
চাঁদনী: ঘরেই তো রয়েছে সংগীতশিল্পী। তাই টাকা খরচ করে সিডি কিনতে হয় না। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়! দুই বছর ধরে এভাবেই সংসার করছি।

শিমুল: বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় আমরা বিয়ে করেছিলাম। সংসারে সেই মন্দার সঙ্গে রয়েছে অশান্তির মন্দাও। তাই তো সংসারে শান্তিই শান্তি। এভাবেই কেটে গেল বিয়ের প্রথম বছর।
নাদিয়া: ওর মতো ভালো পাহারাদার (বডিগার্ড) আর কে হতে পারে? কার সাধ্য ওর উচ্চতা ছাপিয়ে আমায় আক্রমণ করে। নিজের নিরাপত্তার কথা ভেবেই সংসার করছি।

তানিয়া আহমেদ: বিয়ের পর থেকেই কালা-বধির হয়ে গেছি।
এস আই টুটুল: ১১ বছরের সংসারজীবনে বহুবার মাথার ব্যান্ডানা হারিয়েছি। বিনা প্রতিবাদে তানিয়া আমাকে নিত্যনতুন ব্যান্ডানা কিনে দেয়। এটিই আমার গোপন কথা।

বিজরী বরকতউল্লাহ: বিয়ের সময় দিল্লির লাড্ডু পুরোটা খাইনি। সঙ্গে ভালো বাসা তো আছেই।
শওকত আলী ইমন: স্ত্রীর কথা এক কান দিয়ে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে বের করে দিই। অপর কানেও পৌঁছাতে দিই না। ১৫ বছর ধরে সংসারজীবন এভাবেই পার করেছি।

নাতাশা হায়াত: একটু রহস্য থাকুকই না!
শাহেদ শরীফ খান: কথিত আছে, ‘বধির স্বামী ও অন্ধ স্ত্রী হলো ভালো দম্পতি।’ সাত বছর ধরে এই বধির স্বামীরূপে জীবন কাটাচ্ছি।

সারা যাকের: সংসারের আসল রহস্যটা উদ্ঘাটনের আশায় তিন যুগ ধরে সংসার করে যাচ্ছি।
আলী যাকের: আমার ঘাড়ে কয়টা মাথা? সংসার না করে উপায় আছে?

তারিক আনাম: দীর্ঘ ২৫ বছর বউয়ের চোখ রাঙানো দেখেই কাটিয়ে দিলাম।
নিমা রহমান: শার্লক হোমস বা ফেলুদাই পারবে এর উত্তর দিতে।

হূদি হক: সংসার হলো সঙ+সার। সঙের সেই রংগুলো আবিষ্কার করার জন্যই এত দিন ধরে সংসার করছি।
লিটু আনাম: হূদির সঙ্গে ন্যূনতম এক হাজার বছর থাকতে চাই। মাত্র তিন বছর কেটেছে। আরও ৯৯৭ বছর কাটানোর আশায় সংসার করে যাচ্ছি।

No comments

Powered by Blogger.