রসকারণ-পাখিরা গাছের ডালে বসে ঘুমায় কীভাবে? by আব্দুল কাইয়ুম
এটা সম্ভব হয় পাখিদের বিশেষ ধরনের পায়ের পাতা ও লম্বা নখযুক্ত আঙুলের জন্য। তাদের পায়ের পাতার নিচের দিকে ‘ফ্লেক্সার টেন্ডন’ নামের একগুচ্ছ শিরা থাকে, যেগুলো গাছের ডাল বা অন্য কোনো বসার স্থানের সঙ্গে পায়ের পাতার স্পর্শচাপের প্রতিক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে আঙুলগুলোকে শক্ত করে আঁকড়ে ধরতে সাহায্য করে।
আমরা সেটা পারি না, চেয়ারে বসে ঘুমাতে চাইলে ঢলে পড়ে যাই। এর প্রধান কারণ, চেয়ারে সোজা হয়ে বসে থাকতে হলেও শরীরের ভারসাম্য রক্ষার জন্য আমাদের সচেতনভাবে চেষ্টা করতে হয়, কিছু শক্তি ব্যয় করতে হয়। পাখিদের গাছের ডালে বসে ঘুমাতে সে রকম কিছু করতে হয় না। তাদের পায়ের আঙুলগুলো স্বাভাবিক অবস্থাতেই গোল হয়ে আঁকড়ে থাকে। কোনো পাখির মৃতদেহ পরীক্ষা করলে দেখা যাবে তাদের পায়ের আঙুলগুলো গোল হয়ে একে অপরের সঙ্গে আঁকড়ে আছে। এতে বোঝা যায়, ওটাই পাখির আঙুলের স্বাভাবিক অবস্থান। গাছের ডালে বসার সময় এই সুবিধাই ওরা পায়। পায়ের আঙুলগুলোর সাহায্যে শক্ত করে ডালের সঙ্গে এদের আটকে রাখার জন্য পাখির আলাদা কোনো চেষ্টা করতে হয় না। ডাল ছেড়ে উড়তে গেলে বরং এদের শক্তি ব্যয় করে পায়ের আঙুলগুলো খুলতে হয়। তাই ঘুমানোর সময় পাখিরা গাছের ডাল থেকে পড়ে যায় না। অনায়াসে বসে বসে ঘুমায়!
No comments