‘গুম’ হয়ে যাক গুম by আসিফ মেহ্দী

হাবুচন্দ্র রাজা বলেন, ‘করব নতুন আইন’,
গাবুচন্দ্র মন্ত্রী বলেন, ‘ফ্যান্টাস্টিক, ফাইন!’
হাবু বলেন, ‘গাবু,


গুম করে দাও খেতের ফসল, চৌকিদারের তাঁবু।
গুম করে দাও সেসব প্রজা যাদের মেজাজ কড়া,
পাহাড় কেটে গুম করে দাও, গুম করো এই ধরা।
নতুন আইন প্রচার করো পুরোটা দেশ জুড়ে,
গুমের কথা বলবে না কেউ প্রতিবাদের সুরে!’

বলেন গাবু, ‘ওয়াও!
যাচ্ছি আমি প্রজার মাঝে, চাচ্ছি হুজুর দোয়াও।
গুম করব প্রজার টাকা, গুম করব নারী,
রুখতে এলে শূলের ওপর চড়তে হবে তারই।
ইচ্ছেমতো গুমের খেলা চলবে দেশে ঠিক,
বিচার পাওয়ার আশায় প্রজা ছুটবে দিগ্বিদিক।
প্রজার জন্য আইন যে নয়, রাজনীতিটাও রাজার,
প্রজা সকল এক হলে তো হয় বড়জোর বাজার!’

রাজার লোকের গুমগুমানি চলল যে হররোজে,
গুম হয়ে যায় প্রজা আর আমজনতা খোঁজে।
পৌনঃপুনিক গুমে,
আতঙ্কিত প্রজারা সব ছিটকিনি দেয় রুমে।
বিচার চেয়ে পায় না বিচার, প্রতিবাদও মানা,
জমতে থাকে প্রজার মনে অসন্তোষের দানা।
তবে দেশে গুম হলো না লোডশেডিংয়ের ডোজ,
গুম হলো না ঘুষের টাকায় রাজপেয়াদার ভোজ!

এক সকালে হাবু চেঁচান, ‘গেলাম আমি মরে,
গুম হয়েছে স্বর্ণ আমার পুরো গুদাম ধরে।
গুম হয়েছে সিংহাসনের অগ্রভাগের পায়া,
গুম হয়েছে আমার প্রতি জনগণের মায়া।
গুম হলো মোর ঘুম,
গাবুরে তুই কোথায় আছিস, “গুম” করে দে গুম!’
[সুনির্মল বসুর ‘হবুচন্দ্রের আইন’ কবিতা অবলম্বনে]

No comments

Powered by Blogger.