চরাচর-কার্পাস তুলার দ্যুতি by আলম শাইন
পৃথিবীকে বেষ্টন করে যে বলয়াকার এলাকা ৩৭ ডিগ্রি উত্তরে এবং ৩৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের [লেটিচুড (Latitude)com] মধ্যে অবস্থিত, সেই এলাকায় তুলাগাছ বেশি উৎপন্ন হয়। সাধারণত উষ্ণমণ্ডল ও তার কাছাকাছি অঞ্চলে প্রচুর তুলা চাষ হয়। তুলাগাছকে প্রাচীনকালে 'সূর্যকন্যা' নামে ডাকা হতো।
কারণ প্রখর সূর্যরশ্মিতে তুলাগাছ শুধু টিকেই থাকে না বরং শক্তিশালী হয়ে বেঁচে থাকে। সূর্যের আলো যত বেশি উত্তপ্ত হয়, তুলার আঁশ তত সাদা ও শক্তিশালী হয়। হিসাব মতে, বাংলাদেশের আবহাওয়া তুলাচাষের জন্য যথেষ্ট অনুকূল। অবশ্য এ দেশের যশোর অঞ্চলে কিছু কার্পাস তুলাচাষ হয়ে থাকে, যা আমাদের চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। ফলে প্রতিবছর কোটি কোটি টাকার সুতা আমদানি করতে হয় আমাদের। যেহেতু বাংলাদেশের বস্ত্রশিল্প বিশ্ববাজার দখল করতে সক্ষম হয়েছে, সেহেতু সুতা উৎপাদনেও আমাদের এগিয়ে থাকতে হবে। সুতা উৎপাদনের কথা ভাবতে গেলেই প্রথমে নজর দিতে হবে কার্পাস তুলাচাষের দিকে। তুলনামূলক তুলাচাষে খরচও কম, রোগও খুব একটা হয় না। শুধু প্রয়োজন প্রখর সূর্যের আলো এবং পর্যাপ্ত জলসেচ, যা আমাদের পক্ষে সম্ভব। পৃথিবীর উষ্ণমণ্ডল এবং প্রায়োষ্ণমণ্ডলের বিভিন্ন অঞ্চলে প্রচুর তুলার চাষ হয়। ভারত, পাকিস্তান, পেরু, ব্রাজিল, মিসর, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে প্রচুর তুলা উৎপন্ন হয়, যা থেকে তারা তাদের নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারে, যার প্রধান আমদানিকারক বাংলাদেশ। আমাদের তুলাচাষিরাও এ দেশের উর্বর মাটিতে প্রচুর তুলা উৎপন্ন করতে পারেন। দেশের সম্ভাবনাময় স্থানে তুলাচাষ করা হলে আর কিছু না হোক, অন্তত বিদেশের ওপর নির্ভরশীলতা কিছুটা হলেও কমবে। চাষিরা উৎসাহিত হলে পাটচাষের মতো সারা দেশে তুলাচাষ ছড়িয়ে যেতে পারে। তবে আগে তুলাচাষের প্রয়োজনীয়তা এবং অর্থকরী দিকটা চাষিদের জানাতে হবে। প্রয়োজনে জানাতে হবে তুলা থেকে আমরা পাচ্ছি বস্ত্র, শিট, ব্যান্ডেজ ইত্যাদি এবং তুলাবীজ থেকে পাচ্ছি ম্যাঙ্গারিন (Mangarine), স্যালাড ওয়েল (Salad Oil)_যা সাবান উৎপাদনে ব্যবহৃত হয়। শুধু তাই-ই নয়, তুলার বীজ থেকে তেল বের করার পর যে শক্ত বস্তু থাকে তাকে বলা হয় কটনমিল (Cotton meal), যা জীবজন্তুর খাবার হিসেবে ব্যবহার করা যায়। তুলা এবং তুলাবীজের এত এত প্রয়োজনীয়তা জানার পর নিশ্চয়ই চাষিরা আর হাত ঘুটিয়ে বসে থাকবেন না। সবাই উদ্বুদ্ধ হবেন তুলাচাষে। সামান্য পুঁজি খাটিয়ে বিনা ঝুঁকিতে তুলা চাষ করে ভালো লাভবান হলে কৃষক নিজ থেকেই উৎসাহিত হবেন বোধকরি।
আলম শাইন
আলম শাইন
No comments