সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু
বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী কোতো ওকুবো (১১৫) মারা গেছেন। গত শনিবার জাপানের কাওয়াসাকি শহরের একটি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়।
কাওয়াসাকির সরকারি কর্মকর্তা মিৎসুহিরো কোজুকা জানান, ওকুবো ওই নার্সিং হোমে তাঁর ছেলের সঙ্গে থাকতেন।
কাওয়াসাকির সরকারি কর্মকর্তা মিৎসুহিরো কোজুকা জানান, ওকুবো ওই নার্সিং হোমে তাঁর ছেলের সঙ্গে থাকতেন।
মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেননি কোজুকা। তবে সংবাদমাধ্যম জিজি প্রেস জানায়, ওকুবো অসুস্থ ছিলেন।
অকুবোর জন্ম ১৮৯৭ সালের ২৪ ডিসেম্বর জাপানে। গত মাসে যুক্তরাষ্ট্রের দিনা ম্যানফ্রিদিনির মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর আসনটি আসে ওকুবোর হাতে। সে সময় পর্যন্ত ম্যানফ্রিদিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হচ্ছেন জাপানের নাগরিক জিরোমন কিমুরা (১১৫)। সূত্র : এএফপি।
অকুবোর জন্ম ১৮৯৭ সালের ২৪ ডিসেম্বর জাপানে। গত মাসে যুক্তরাষ্ট্রের দিনা ম্যানফ্রিদিনির মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর আসনটি আসে ওকুবোর হাতে। সে সময় পর্যন্ত ম্যানফ্রিদিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হচ্ছেন জাপানের নাগরিক জিরোমন কিমুরা (১১৫)। সূত্র : এএফপি।
No comments