রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়তে বিশেষ উদ্যোগ- মন্ত্রিপরিষদ বিভাগে বিশেষ উইং গঠন by তপন বিশ্বাস
রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়তে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লৰ্যে মন্ত্রিপরিষদ বিভাগে একটি পৃথক উয়িং করা হচ্ছে। এটি সংস্থাপন মন্ত্রণালয়ের ক্যারিয়ার পস্নানিং (সিপিটি) উয়িংয়ের সহযোগী হিসেবে কাজ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগে নতুন উয়িং করার প্রসত্মাবটি সম্প্রতি অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রানত্ম সচিব কমিটি। একজন অতিরিক্ত সচিব অথবা যুগ্ম-সচিবকে প্রধান করে গঠিত এই উয়িংয়ের জনবল থাকবে মোট ২৩ জন। এতে কমপৰে দু'টি অধিশাখা থাকবে। অধিশাখায় নিযুক্ত থাকবেন উপসচিব পর্যায়ের কর্মকর্তা। এছাড়া প্রতি অধিশাখার অধীনে অনত্মত দু'জন করে সিনিয়র সহকারী অথবা সহকারী সচিব থাকবেন।সংস্থাপন মন্ত্রণালয়ের সিপিটি উয়িং প্রশাসনিক সংস্কার সংক্রানত্ম প্রসত্মাব তৈরি করে সরাসরি তা মন্ত্রিপরিষদ বিভাগের এই উয়িংয়ে পাঠাবে। প্রশাসনিক সংস্কারের লৰ্যে গঠিত উয়িংটি এই প্রসত্মাবের আলোকে আরও যাচাই-বাছাই করে পরবর্তীতে তা সচিব কমিটির বৈঠকে উপস্থাপন করবে। এ লৰ্যে নতুন এই উয়িংয়ে অপেৰাকৃত দৰ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে।
সংশিষ্ট সূত্র জানায়, এটি কোন অবস্থায় সংস্থাপন মন্ত্রণালয়ের সিপিটি উয়িংয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না। বরং সিপিটি উইংয়ের সহযোগী হিসেবে এটি কাজ করবে। সিপিটি উয়িংয়ের পাশাপাশি মন্ত্রিপরিষদের এই উয়িংটিও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়তে এবং প্রশাসনের দৰতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা তৈরি করবে। মন্ত্রিপরিষদ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের এই দু'টি উয়িং তাদের কার্যক্রম নিয়ে প্রতি মাসে অনত্মত একটি বৈঠকে মিলিত হবে। এই বৈঠকে দুই উইংয়ের চিনত্মা-ভাবনা-পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এতে কারও পরিকল্পনায় কোন ভুল-ভ্রানত্মি থাকলে তা তারা শুধরে নিতে পারবেন।
সূত্র জানায়, তবে অতীতের কর্মকা-ের জন্য প্রশাসনে দৰ ও চৌকস কর্মকর্তার সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে নতুন এই উইংয়ের জন্য দৰ কর্মকর্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে। নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পৰপাতিত্ব, ওপরে উঠতে রাজনীতিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা ইত্যাদি কারণে প্রশাসনের চেন অব কমান্ড ভেঙ্গে পড়ে। সে অবস্থা এখনও বহাল রয়েছে প্রশাসনে। সে কারণে এ জাতীয় কাজে দৰ কর্মকর্তার অভাব দেখা দিতে পারে।
প্রশাসনে এখনও অনেক দৰ কর্মকর্তা রয়েছেন। তাঁরা কেউ কেউ রয়েছেন ওএসডি হিসেবে। আবার কেউবা রয়েছেন ডাম্পিং পোস্টিংয়ে। এরা কেউ কেউ এক বা একাধিক ব্যক্তির রোষানলে পড়ে ওএসডি হয়ে রয়েছেন।
প্রশাসনে সংস্কার সংক্রানত্ম কাজে দৰ ও যোগ্য কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আটকে রাখা হচ্ছে। এ জাতীয় কর্মকর্তাদের সার্ভিস দেশের জন্য বিশেষভাবে প্রয়োজন। মন্ত্রিপরিষদের নতুন এই উইংয়ের দায়িত্ব এ জাতীয় কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলে দেশ প্রকৃতভাবে উপকৃত হবে।
সূত্র জানায়, মাহজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ার। সে লৰ্যে মন্ত্রিপরিষদ বিভাগে একটি উইং করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। উন্নত ক্যারিয়ার পস্নানিংয়ের মাধ্যমে গোটা প্রশাসন ব্যবস্থাকে বদলে ফেলা হবে। পদোন্নতির বিষয়টি আরও স্বচ্ছ করা হবে। কেউ যাতে পদোন্নতি বঞ্চিত না হয় সে লৰ্যে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তাদের তালিক তৈরি করা হবে প্রতি পদোন্নতির আগে।
এছাড়া, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে তাদের জন্য পৃথক একটি কমিশন গঠন করা হবে। পদোন্নতি বঞ্চিতরা বা যে কোন অভিযোগের বিচার করবে এই কমিশন। কমিশনকেও সম্পূর্ণ নিরপেৰ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠন করা হবে। কর্মকর্তাদের দৰতার ভিত্তিতে গুরম্নত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হবে।
No comments