'শাভেজ কোমায় নেই'
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সুপ্তিতে (কোমা) থাকার কথা অস্বীকার করেছেন তাঁর বড় ভাই আদেন শাভেজ। গত শনিবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, শাভেজ কোমায় নেই। বরং প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।
গত ২ জানুয়ারি স্পেনের এবিসি সংবাদপত্র শাভেজ কোমায় আছেন বলে প্রতিবেদন প্রকাশ করে। এরপর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভেনিজুয়েলার বারিনাস রাজ্যের গভর্নর আদেন বিবৃতিতে বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, শাভেজ কোমায় আছেন। পরিবারের সদস্যরা তাঁর কৃত্রিম সঞ্জীবনী ব্যবস্থা (লাইফ সাপোর্ট) সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এ ধরনের কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা।' শাভেজ কয়েক সপ্তাহ ধরে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছে। এ কারণে গত বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেননি তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর শপথ নেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র : এএফপি।
ভেনিজুয়েলার বারিনাস রাজ্যের গভর্নর আদেন বিবৃতিতে বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, শাভেজ কোমায় আছেন। পরিবারের সদস্যরা তাঁর কৃত্রিম সঞ্জীবনী ব্যবস্থা (লাইফ সাপোর্ট) সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এ ধরনের কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা।' শাভেজ কয়েক সপ্তাহ ধরে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছে। এ কারণে গত বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেননি তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর শপথ নেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র : এএফপি।
No comments