নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
ধর্ষণ, যৌন নির্যাতনসহ নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে গতকাল রোববার পটুয়াখালী শহর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তৃতা করেন সনাক পটুয়াখালীর ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুর রব আকন, সহসভাপতি জাহানারা হারুন প্রমুখ। বক্তারা সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
একই দাবিতে দুপুর ১২টায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে নাইনস্টার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি ছাত্র সংগঠন।
একই দাবিতে দুপুর ১২টায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে নাইনস্টার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি ছাত্র সংগঠন।
No comments