কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের দু' গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া
আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে ছাত্রলীগ দু'গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, ভিক্টোরিয়া কলেজ শাখার সদ্য কারামুক্ত সাবেক সভাপতি জুয়েল খান সকাল সাড়ে ১১টায় তার সমর্থিত শতাধিক ছাত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় কলেজ ছাত্রলীগ সভাপতি জসিম খানসহ তার গ্র্রম্নপের নেতাকর্মীরা ক্যাম্পাসের দণি দিকে কবি নজরম্নল ইসলাম হলের সামনে অবস্থান করছিল। জুয়েল খান গ্রুপ জসিম খানের বিরম্নদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ ও সভাপতির পদ থেকে তার অপসারণ দাবি করে ক্যাম্পাসে মিছিল করতে থাকলে জসিম গ্রুপ পাল্টা মিছিল করে। এক পর্যায়ে মিছিলের ভেতর থেকে পিসত্মলের ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ শুরম্ন হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ ছাত্রছাত্রীরা ছোটাছুটি শুরম্ন করে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীার ভাইবার দ্বিতীয় দিনে অংশ নিতে আসা শিাথর্ীরা গুলির শব্দে হতভম্ব হয়ে পড়ে। তবে পুলিশের হসত্মেেপ জুয়েল গ্রম্নপ ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নেয়।
No comments