আমিরের সঙ্গে অভিনয়ের খায়েশ সানি লিওনের
মুই কি হনু রে! বাক্যটা ঠিক আছে তো নাকি! অনেকেরই মনে হতে পারে এটি সানি লিওনের জন্য উপযুক্ত একটি বাক্য। কিন্তু আসলে কি তাই! সবাই কেন খামোকা সানিকে নিয়ে এমন বিরূপ ভাবছেন আসুন জেনে নেই।
সানির জিসম-টু এই কয়েকদিনে ব্লক ব্লাস্টার ছবির তালিকায় নাম লিখিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই জিসম-টু ২১ কোটি রুপি ঘরে তুলে এনেছে। বিষয়টি সানির জন্য ভীষণ উৎসাহ ব্যঞ্জক। সানি এখন বলিউডে উড়াল পঙ্খির মতো উড়ে বেড়াচ্ছেন। প্রচুর বিজ্ঞাপন, চলচ্চিত্র আর রিয়েলিটি শো’তে তিনি চুক্তিভুক্ত হয়েছেন।
সেই সানি তো চাইবেনই তার ক্যারিয়ারকে আরো কয়েকগুণ চাঙা করতে। ক্যারিয়ারকে চাঙা করতে বলিউডের প্রতাপশালী খানদের লেজুড় হওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে! সুতরাং সানি লিওন জানালেন তার মনোস্কামনার কথা। তিনি বলিউডের সুপারস্টার আমির খানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী। আর এতেই দুর্মখোদের গোস্বা হয়ে গেল।
৩১ বছর বয়সী সানি জানান, ‘আমির আমার পছন্দের সেরা একজন অভিনেতা। আমি তার সঙ্গে যে কোনো ধরণের ছবি করতে রাজি।’
৩ আগস্ট মুক্তি পাওয়া জিসম-টু তে সানির সঙ্গে অভিনয় করেছেন অরুনোদয় সিং ও রনদিপ হুদা। সানি এখনো হিন্দি ভাষাতে অভ্যন্ত নন। তবে প্রাণপণ চেষ্টা করছেন হিন্দি আয়ত্বের। কারণ তিনি বলিউডে তার উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন। সূত্র: জিএন
সেই সানি তো চাইবেনই তার ক্যারিয়ারকে আরো কয়েকগুণ চাঙা করতে। ক্যারিয়ারকে চাঙা করতে বলিউডের প্রতাপশালী খানদের লেজুড় হওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে! সুতরাং সানি লিওন জানালেন তার মনোস্কামনার কথা। তিনি বলিউডের সুপারস্টার আমির খানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী। আর এতেই দুর্মখোদের গোস্বা হয়ে গেল।
৩১ বছর বয়সী সানি জানান, ‘আমির আমার পছন্দের সেরা একজন অভিনেতা। আমি তার সঙ্গে যে কোনো ধরণের ছবি করতে রাজি।’
৩ আগস্ট মুক্তি পাওয়া জিসম-টু তে সানির সঙ্গে অভিনয় করেছেন অরুনোদয় সিং ও রনদিপ হুদা। সানি এখনো হিন্দি ভাষাতে অভ্যন্ত নন। তবে প্রাণপণ চেষ্টা করছেন হিন্দি আয়ত্বের। কারণ তিনি বলিউডে তার উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন। সূত্র: জিএন
No comments