বাউফলে পোলিও আক্রান্ত শিশুর সন্ধান!- ফের টিকা খাওয়ানো হচ্ছে
বাউফল গ্রামের ২শ’ শিশুকে পুনরায় পোলিও টিকা খাওয়ানো হয়েছে। ওই গ্রামে সুমাইয়া নামের চার বছরের এক শিশু পোলিও রোগে আক্রান্ত হয়েছে এমন সন্দেহ থেকে আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য অধিদফতরের মাঠকর্মীরা ৪ গ্রুপে বিভক্ত হয়ে শিশুদের এ পোলিও টিকা খাওয়ান।
সদর ইউনিয়নের বাউফল গ্রামের শাহ আলম মৃধার ৪ বছরের মেয়ে সুমাইয়ার হঠাৎ জ্বরে দু’পা অবশ হয়ে যায়। গত ২৯ জুলাই তাকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসা হলে ডা. মাসুদ হাসান রোগের উপসর্গ দেখে পোলিও রোগে আক্রান্ত হতে পারে এমন সন্দেহ করেন। এর পর তিনি রোগটি নিশ্চিত করতে গত ১ আগস্ট শিশুটির মল পরীক্ষার জন্য ঢাকার মহাখালী পাঠান। সুমাইয়ার মা জেসমিন বেগম বলেন, ২০০৮ সালে ২০ মার্চ সুমাইয়ার জন্ম হয়। এর প্রায় ২ মাস পর ২৮ মে তাকে প্রথম পোলিও-১, ডিপিটি-১ ও হেপাটাইটিস-বি-১ টিকা দেয়া হয়। একই বছর ২৫ জুন ও ২৩ জুলাই একই ধরনের টিকা দেয়া হয়। এরপর ২৪ ডিসেম্বর পোলিও টিকার সঙ্গে হাম ও একটি ভিটামিন টিকা দেয়া হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও তার মেয়েকে টিকা খাওয়ানো হয়েছে। এর পরও তার মেয়ে পোলিও রোগে আক্রান্ত হতে পারে এমন কথা শোনার পর পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়েছেন। এ বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর গ্রামের অন্য শিশুদের অভিভাবকরাও দুচিন্তায় আছেন। এ ব্যাপারে ডা. মাসুদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটির উপসর্গ দেখে পোলিও রোগে আক্রান্ত হওয়ার মতোই মনে হয়েছে। তার মল পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে সে পোলিও রোগে আক্রান্ত হয়েছে কিনা।
No comments