নাইজেরিয়ায় গির্জায় হামলা নিহত ১৯
নাইজেরিয়ায় একটি গির্জায় অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৯ জন মারা গেছে। গত সোমবার মধ্যাঞ্চলীয় কোজি প্রদেশে এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর স্থানীয় জয়েন্ট টাস্কফোর্স (জেটিএফ) কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
জেটিএফের প্রধান কর্নেল গ্যাব্রিয়েল ওলোরানোমি গতকাল বলেন, 'সোমবার ওকেনে এলাকার ডিপার লাইফ গির্জায় সন্ধ্যাকালীন প্রার্থনা চলছিল। সে সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে হামলা চালায়। আমরা খবর পেয়ে সেখানে পেঁৗছে ১৫ জনের মরদেহ উদ্ধার করি। হামলায় গির্জার যাজকও মারা গেছেন।' তিনি জানান, পরে আহত চারজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
তবে ঠিক কতজন এ ঘটনায় আহত হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। হামলাকারীর সংখ্যাও অজানা রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের একাধিক গির্জায় হামলা চালায় বোকো হারাম। এবারের হামলার পেছনেও ইসলামপন্থী এ জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত মাসের মাঝামাঝি একই এলাকার আরেকটি গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অবশ্য কেউ হতাহত হয়নি। সূত্র : এএফপি।
তবে ঠিক কতজন এ ঘটনায় আহত হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। হামলাকারীর সংখ্যাও অজানা রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের একাধিক গির্জায় হামলা চালায় বোকো হারাম। এবারের হামলার পেছনেও ইসলামপন্থী এ জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত মাসের মাঝামাঝি একই এলাকার আরেকটি গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অবশ্য কেউ হতাহত হয়নি। সূত্র : এএফপি।
No comments