লোকালয়ে বাচ্চাসহ মা-হাতি
বন থেকে বাচ্চাসহ মা-হাতি লোকালয়ে ধরে এনে মজা লুটছে একটি বিশেষ মহল। শুধু তা-ই নয়, কৌতূহলী জনতার সামনে হাতি হাজির করে অর্থ উপার্জন করছে তারা। আর বাচ্চাসহ মা-হাতিটি অচেনা অলিগলি ঘুরে হারিয়েছে বন্য জীবনের স্বতঃস্ফূর্ততা। তাতেও ওই মহলের খায়েশ মেটেনি, হাতির বাচ্চা ও তার মায়ের পায়ে নির্মমভাবে বেঁধেছে শিকল। ছবিটি গতকাল রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে তোলা।
ছবি : ফোকাস বাংলা
No comments