টেলিফিল্ম ‘আমেরিকা টু আশুলিয়া’
চট্টগ্রামের ধর্ণাঢ্য পরিবারের সন্তান সামির এ লেভেল- এর পাঠ চুকিয়ে ঢাকায় এসেছে আমেরিকান এ্যাম্বেসিতে ভিসার ইন্টারভিউ দিতে। অন্যদিকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ঢাকায় এসেছে অহনা। সামিরের ভিসা লেটার আসার পর দেখা গেল, তাকে স্পাউজসহ এ্যাম্বেসিতে যেতে বলা হয়েছে। বিষয়টা দেখে সামির অবাক!
ভালো করে কাগজপ্রত্র দেখে সে আবিস্কার করলো তার ফরমের স্পাউস অপশনে টিক চিহ্ন দেয়া। উপায় না দেখে বন্ধু শরীফকে নিয়ে চুক্তিভিত্তিক কাউকে খুঁজতে বের হয় সামির।
অন্যদিকে অহনা বের হয় বাসা খুঁজতে। কিন্তু কোনো অবিবাহিত মেয়েকে কেউ ফ্ল্যাট ভাড়া দিতে রাজী নয়। ঘটনাক্রমে অহনার সঙ্গে দেখা হয় সামিরের। কৌশলে অহনাকে স্ত্রী সাজিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেয় সে।
এরপর রীতিমত ব্ল্যাকমেইল করে অহনাকে তার স্পাউজ বানায়। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয় না তার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ, অহনা, নদী, শরীফ, মঈন প্রমুখ।
বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আমেরিকা টু আশুলিয়া’। রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান।
অন্যদিকে অহনা বের হয় বাসা খুঁজতে। কিন্তু কোনো অবিবাহিত মেয়েকে কেউ ফ্ল্যাট ভাড়া দিতে রাজী নয়। ঘটনাক্রমে অহনার সঙ্গে দেখা হয় সামিরের। কৌশলে অহনাকে স্ত্রী সাজিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেয় সে।
এরপর রীতিমত ব্ল্যাকমেইল করে অহনাকে তার স্পাউজ বানায়। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয় না তার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ, অহনা, নদী, শরীফ, মঈন প্রমুখ।
বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আমেরিকা টু আশুলিয়া’। রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান।
No comments