শতবর্ষ পর জেগে উঠেছে টাঙ্গারিরো
নিউজিল্যান্ডে ১১৫ বছর সুপ্তাবস্থা থাকার পর একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। এ থেকে নির্গত ছাই ইতিমধ্যে আশপাশের প্রায় ৬০ কিলোমিটার আকাশে ছাইমেঘের সৃষ্টি করেছে। এতে অভ্যন্তরীণ বিমানের কয়েকটি উড়ান বিঘি্নত হয়েছে। পাশের এলাকার সড়ক-মহাসড়কগুলোতে বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল।
গত সোমবার মধ্যরাতে নর্থ আইল্যান্ড অঞ্চলের মাউন্ট টাঙ্গারিরো আগ্নেয়গিরিটি উদ্গিরণ শুরু করে। সর্বশেষ ১৮৯৭ সালে জেগে উঠেছিল এটি। তখন আগ্নেয়গিরিটি টানা এক দশক সক্রিয় ছিল। নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে।
তবে এবারের উদ্গিরণে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। আশপাশের লোকজন সাময়িকভাবে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেও আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীকে সরে যেতে বলা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে লোকজনকে বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ব্যাপক শব্দে টাঙ্গারিরোর উদ্গিরণ শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে উদ্গিরণে ছাইয়ের সঙ্গে পাথর খণ্ড নির্গত হয়েছে। ব্রায়ান রোড্ডা নামের একজন ট্রাকচালক বলেন, 'উদ্গিরণের সময় মনে হলো, একটি বিশাল কমলা রঙের আলোর ঝলকানি দেখলাম।'
বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে টাঙ্গারিরোর নিচে ভূকম্পনজনিত কিছু আলামত রেকর্ড করেছেন তাঁরা। যেকোনো মুহূর্তে এটির উদ্গিরণ শুরুর আশঙ্কা করা হচ্ছিল। তবে দিনক্ষণের ব্যাপারে নিশ্চিত ছিলেন না তাঁরা। আগ্নেয়গিরিটি আবারও অগ্ন্যুৎপাত ঘটাবে, নাকি এই একবারেই থেমে থাকবে_এ ব্যাপারেও এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। আগ্নেয়গিরিবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল রোসেনবার্গ বলেন, 'যেকোনো সময় জেগে উঠতে পারে_এ আশঙ্কায় আমরা আগ্নেয়গিরিটির ওপর গভীরভাবে নজর রাখছিলাম।'
নর্থ আইল্যান্ড অঞ্চলটি দেশটির জাতীয় উদ্যান। সেখানে থাকা তিনটি আগ্নেয়গিরির অন্যতম মাউন্ট টাঙ্গারিরো। এটির সর্বোচ্চ চূড়ার উচ্চতা ছয় হাজার ৪৯০ ফুট। পর্যটকদের কাছে নর্থ আইল্যান্ড আকর্ষণীয় একটি জায়গা। সূত্র : বিবিসি,
গার্ডিয়ান, এএফপি।
তবে এবারের উদ্গিরণে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। আশপাশের লোকজন সাময়িকভাবে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেও আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীকে সরে যেতে বলা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে লোকজনকে বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ব্যাপক শব্দে টাঙ্গারিরোর উদ্গিরণ শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে উদ্গিরণে ছাইয়ের সঙ্গে পাথর খণ্ড নির্গত হয়েছে। ব্রায়ান রোড্ডা নামের একজন ট্রাকচালক বলেন, 'উদ্গিরণের সময় মনে হলো, একটি বিশাল কমলা রঙের আলোর ঝলকানি দেখলাম।'
বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে টাঙ্গারিরোর নিচে ভূকম্পনজনিত কিছু আলামত রেকর্ড করেছেন তাঁরা। যেকোনো মুহূর্তে এটির উদ্গিরণ শুরুর আশঙ্কা করা হচ্ছিল। তবে দিনক্ষণের ব্যাপারে নিশ্চিত ছিলেন না তাঁরা। আগ্নেয়গিরিটি আবারও অগ্ন্যুৎপাত ঘটাবে, নাকি এই একবারেই থেমে থাকবে_এ ব্যাপারেও এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। আগ্নেয়গিরিবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল রোসেনবার্গ বলেন, 'যেকোনো সময় জেগে উঠতে পারে_এ আশঙ্কায় আমরা আগ্নেয়গিরিটির ওপর গভীরভাবে নজর রাখছিলাম।'
নর্থ আইল্যান্ড অঞ্চলটি দেশটির জাতীয় উদ্যান। সেখানে থাকা তিনটি আগ্নেয়গিরির অন্যতম মাউন্ট টাঙ্গারিরো। এটির সর্বোচ্চ চূড়ার উচ্চতা ছয় হাজার ৪৯০ ফুট। পর্যটকদের কাছে নর্থ আইল্যান্ড আকর্ষণীয় একটি জায়গা। সূত্র : বিবিসি,
গার্ডিয়ান, এএফপি।
No comments