হুমায়ূন আহমেদের চলচ্চিত্র by ওমর ফারুক ও জুবায়ের কবির

‘আচ্ছা ভাইয়া, আমার জন্য কি একটি সিট রাখা যায় না? আমি আপনাদের সঙ্গে হুমায়ূন স্যারের সব ছবি দেখতে চাই।’ ফোনের অপর পাশ থেকে এমন আকুতি জানায় হুমায়ূন আহমেদের এক ভক্ত। এ-পাশ থেকে জানানো হয়, আপনি যদি আগে আসতে পারেন, তবেই আপনি সিট পাবেন, না হলে আপনাকে নিচে বসে ছবি দেখতে হতে পারে।


উত্তর আসে, ‘কোনো সমস্যা নাই, আমি মাটিতে বসেও স্যারের ছবি দেখতে পারব। যেখানে বসতে দেবেন, সেখানেই বসে দেখতে পারব।’
হ্যাঁ বন্ধুরা, বন্ধুসভার আয়োজনে চলছে হুমায়ূন আহমেদের সব চলচ্চিত্রের প্রদর্শনী।
২৫ জুলাই থেকে শুরু হয় আমাদের এই চলচ্চিত্র প্রদর্শনী।
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।
প্রতিদিনই ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা চলচ্চিত্র দেখতে আসেন। এক নতুন বন্ধু আশিক বলেন, মাঝেমধ্যে এ ধরনের আয়োজন হলেখুবই ভালো হয়।
এ আয়োজনে মোট ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

No comments

Powered by Blogger.