ফ্রিল্যান্সার ডট কম- প্রযুক্তির পঞ্চপাণ্ডব by নুরুন্নবী চৌধুরী

ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com) আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ। বলাই বাহুল্য প্রযুক্তিবিশ্বে বাংলাদেশের তরুণদের এ এক বিরাট অর্জন। যাঁদের হাত ধরে এই কীর্তি অর্জন সেই কীর্তিমানরা হলেন আল-আমিন কবির, তাহের চৌধুরী,


মাসুদুর রশীদ, ইউনুস হোসেন ও শামীম নাসির। প্রাপ্তিও কম নয়। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন ১০ হাজার ডলার। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পাকিস্তানের দল ‘এনলাইটেন টেকনো’ এবং তৃতীয় স্থান অর্জন করে অস্ট্রেলিয়ার দল ‘অ্যাটোমিক অ্যাপস’।
এই পাঁচ কীর্তিমানদের কাছ থেকে জানা যায় ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত তাঁরা অনেক দিন ধরেই। এক সময় পাঁচজন মিলে গড়ে তোলেন ডেভসটিম (www.devsteam.com) আউটসোর্সিং প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আল-আমিন কবির জানান, ‘আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যেই বেশ কিছু পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সারা। এই প্রেরণা থেকেই আমরা উৎসাহ পেয়েছি।’ প্রতিযোগিতায় অংশ নেয়ার বিষয়ে ডেভসটিমের প্রধান বিপণন কর্মকর্তা তাহের চৌধুরী বলেন, একটি ব্লগসাইট তৈরির বিষয়কে কেন্দ্র করে শুরু হয় আমাদের চিন্তা। সেই চিন্তা থেকেই এগিয়ে যাওয়া, প্রতিযোগিতায় অংশ নেয়া এবং শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় করায়ত্ব করা!’
প্রতিযোগিতা সম্পর্কে আরো বলেন ডেভসটিমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদুর রশিদ, ‘প্রতিযোগিতায় যে কয়টি কিওয়ার্ড ছিল তার মধ্যে একটি ছিল ‘How to build a business using freelancers’। আমাদেরকে প্রথমে এই কিওয়ার্ডের ওপর ভিত্তি করে কনটেন্ট লিখতে হয়েছে, ধাপে ধাপে বোঝাতে হয়েছে কীভাবে ফ্রিল্যান্সারদের মাধ্যমে নিজের ব্যবসাকে গড়ে তোলা যায়।’
তাঁর কথার প্রসঙ্গ ধরে এবার বলতে শুরু করলেন প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা নাসির উদ্দিন, ‘প্রতিযোগিতার দিনক্ষণ যখন শেষের দিকে তখনই শুরু হলো তুমুল প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অপটিমাইজার দলের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে আমাদের। শেষ পর্যন্ত পরিশ্রমের বিনিময়ে যথাযথ সম্মান পেয়েছি।’
তাঁদের কাছ থেকে আরো জানা যায় এই প্রতিষ্ঠানে বর্তমানে এসইও সেবা দেওয়ার জন্য স্টিম এসইও সার্ভিসেস এবং ওয়ার্ডপ্রেস থিম তৈরির জন্য থিমেভার নামে দুটি ব্র্যান্ড রয়েছে। ভবিষ্যতে ক্রিয়েটিভ ডিজাইনিং এবং কনটেন্ট ডেভেলপমেন্ট-সংক্রান্ত আরও কিছু সার্ভিস ব্র্যান্ড চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া বাংলাদেশি তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং-সংক্রান্ত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। ডেভসটিমের প্রধান কারিগরি কর্মকর্তা ইউনুস হোসেন বলেন, ‘খুব শিগগিরই সার্টিফায়েড ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, সার্টিফায়েড জুমলা ডেভেলপার্সসহ ফ্রিল্যান্সিং হতে আগ্রহীদের জন্য কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
সবশেষে আল-আমিন কবির জানান, ‘এ বিজয় আমাদের তরুণ ফ্রিল্যান্সারদের, এ বিজয় আমাদের তথ্যপ্রযুক্তির। সর্বোপরি এ বিজয় বাংলাদেশের।’

No comments

Powered by Blogger.