জুকোটি পার্ক আবার খুলে দেওয়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের সূতিকাগার বলে পরিচিত জুকোটি পার্ক গত মঙ্গলবার রাতে আবার খুলে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা আবার সেখানে ফিরে গেলেও তাদের তাঁবু খাটাতে দেওয়া হয়নি।
নিউইয়র্কের একটি আদালতের বিচারক সেখানে তাঁবু খাটানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে সমর্থন করেছেন।
মঙ্গলবার বিক্ষোভকারীদের উচ্ছেদ করার কয়েক ঘন্টা পর জুকোটি পার্ক খুলে দেওয়া হয়। এ সময় পুুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা দলে দলে সেখানে জড়ো হয়। পুলিশ একজন করে আন্দোলনকারীদের ভেতরে প্রবেশের সুযোগ দেয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীরা পার্কে সমবেত হতে পারবেন ঠিকই, তবে তাঁবু খাটাতে পারবেন না। এছাড়া তারা জেনরেটরও চালাতে পারবেন না।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, পার্কে প্রবেশে কাউকে বাধা দেওয়া হবে না। এ সময় আন্দোলনকারীরা পার্কে বিচরণ করছিল। একদল আন্দোলনকারী পুঁজিবাদবিরোধী স্লোগান দিচ্ছিল।
এক বিবৃতিতে মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, নগর কর্তৃপক্ষ এই বেসরকারি পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রুকফিল্ড প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান পার্কটির মালিক। পার্কটি পরিষ্কার করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউইয়র্কের একটি আদালতের বিচারক সেখানে তাঁবু খাটানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে সমর্থন করেছেন।
মঙ্গলবার বিক্ষোভকারীদের উচ্ছেদ করার কয়েক ঘন্টা পর জুকোটি পার্ক খুলে দেওয়া হয়। এ সময় পুুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা দলে দলে সেখানে জড়ো হয়। পুলিশ একজন করে আন্দোলনকারীদের ভেতরে প্রবেশের সুযোগ দেয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীরা পার্কে সমবেত হতে পারবেন ঠিকই, তবে তাঁবু খাটাতে পারবেন না। এছাড়া তারা জেনরেটরও চালাতে পারবেন না।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, পার্কে প্রবেশে কাউকে বাধা দেওয়া হবে না। এ সময় আন্দোলনকারীরা পার্কে বিচরণ করছিল। একদল আন্দোলনকারী পুঁজিবাদবিরোধী স্লোগান দিচ্ছিল।
এক বিবৃতিতে মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, নগর কর্তৃপক্ষ এই বেসরকারি পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রুকফিল্ড প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান পার্কটির মালিক। পার্কটি পরিষ্কার করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
No comments