চীনে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার এক সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ জন স্কুলশিক্ষার্থী। যাত্রীবোঝাই একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার সকাল নয়টা ৪০ মিনিটে গানসু প্রদেশের ইউলিনজি এলাকায় বাসটি দুর্ঘটনাকবলিত হয়। এ সময় এতে ৬৪ জন যাত্রী ছিল। গানসুর নিরাপত্তা ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় শিশুরা ছাড়াও একজন শিক্ষক ও বাসটির চালক নিহত হন। আহত হয়েছে আরও ৪৫ জন।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার সকাল নয়টা ৪০ মিনিটে গানসু প্রদেশের ইউলিনজি এলাকায় বাসটি দুর্ঘটনাকবলিত হয়। এ সময় এতে ৬৪ জন যাত্রী ছিল। গানসুর নিরাপত্তা ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় শিশুরা ছাড়াও একজন শিক্ষক ও বাসটির চালক নিহত হন। আহত হয়েছে আরও ৪৫ জন।
No comments