ওয়ানডে স্ট্যাটাসের লড়াই

বাংলাদেশের মহিলা ক্রিকেট ইতিহাসে আজকের দিনটি হয়ে উঠতে পারে অবিস্মরণীয়। আজ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই বহু কাঙ্ক্ষিত ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে হবে বাংলাদেশের মহিলা ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি।আইরিশদের হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস আদায় করে নেওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সালমা


খাতুন, 'কালকের (আজ) ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো, ম্যাচটা আমাদের জিততে হবে। আর আশা রাখি, জিততে পারব।' এ ম্যাচটি জিততে পারলেই ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত। এ কথা ভাবলে খেলোয়াড় তো অবশ্যই, বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরও শিহরিত হয়ে ওঠার কথা। তবে সালমা এ বিষয় নিয়ে এখনই ভাবতে নারাজ, 'আসলে এসব নিয়ে কথা বলা মুশকিল, কারণ এখনও তো খেলা হয়নি। তবে আশা করছি, ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাব।' আর এ জন্য সালমার ভরসা বোলিং এবং ফিল্ডিং, 'আমরা বোলিং এবং ফিল্ডিংয়ের ওপর একটু বেশি নির্ভরশীল। তবে আমাদের ব্যাটিংও খুব বেশি খারাপ না। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ব্যাটিংটা বাজে হয়ে গিয়েছিল। আশা করছি, আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে আমরা ভালো করব।' আয়ারল্যান্ড ওয়ানডে স্ট্যাটাসধারী দল। তাদের অভিজ্ঞতার ভাণ্ডারও বাংলাদেশের চেয়ে অনেক সমৃদ্ধ। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নিজেদের দেশে খেলা বলেই জয়ের সম্ভাবনা তাদের বেশি বলে মনে করছেন সালমা, 'আমাদের দেশের উইকেটগুলোয় সাধারণত স্পিনাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। আমাদের স্পিন বিভাগটা তাদের চেয়ে অনেক এগিয়ে। অবশ্য শুধু বোলিং-ফিল্ডিং না, ব্যাটিংয়েও আমরা তাদের চেয়ে এগিয়ে আছি বলেই আমার মনে হয়।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের ভিডিও দেখে নাকি সামলার মনে হয়েছে, বাংলাদেশের চেয়ে ইউরোপীয় দলটি অনেক পিছিয়ে, 'ওদের ভিডিও দেখে মনে হয়েছে ওরা সোজা ব্যাটে খেলে। এবং ফিল্ডিংয়ে বেশ দুর্বল।'
বিকেএসপির ৩ নম্বর মাঠে আইরিশদের মোকাবেলা করবে বাংলাদেশ। সালমা মনে করছেন এ মাঠে স্পিন ধরবে; কিন্তু ১৪ নভেম্বর এ মাঠেই ২৭৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ওই ম্যাচে আয়ারল্যান্ড মাত্র ৬৩ রানে গুঁড়িয়ে যায়। পর দিন এ মাঠেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা। গতকাল এখানে জিম্বাবুয়েকে ৬২ রানে শেষ করে দিয়েছে শ্রীলংকা। ৫ উইকেট নিয়ে এতে মূল ভূমিকা লংকান মিডিয়াম পেসার সেনেভিরত্নের। এসব পরিসংখ্যান সামনে আনতেই একটু যেন দমে গেলেন সালমা, 'আমরা মিরপুর এবং বিকেএসপির ২ নম্বর মাঠে খেলেছি। বিকেএসপির ৩ নম্বর মাঠে কাল (আজ) আমাদের প্রথম খেলা। কাল মাঠে গেলে বুঝতে পারব উইকেটে অবস্থা।' তবে উইকেট না দেখলেও সামলা কিন্তু বলে দিয়েছেন, প্রথমে ব্যাট করে ১৮০-১৯০ করতে পারলেই নিরাপদ অবস্থানে চলে যাবেন তারা। তখন আবারও সাড়ে তিনশ'র প্রসঙ্গ টানতেই বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আসলে ব্যাটিং ভালো না হলে জেতা যাবে না।'
তবে সালমা বোলিং-ফিল্ডিং দিয়েই জয়ের পরিকল্পনা করে ফেললেও দলের ব্যাটিং নিয়ে চিন্তায় আছেন কোচ মমতা মাবেন, 'আমাদের ব্যাটিংটা একটু দুর্বল। এখানে অনেক উন্নতি করতে হবে। কাল সালমা বা পিংকির কাছ থেকে একটা ভালো ইনিংস প্রত্যাশা করছি।' অবশ্য সালমার মতো তিনিও মনে করছেন, ১৮০-৯০ রান করতে পারলেই হবে। এদিকে দলের ব্যাটিং নিয়ে চিন্তায় থাকলেও কোচের একটি কথায় কিন্তু ভরসা পেতে পারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা, 'জাপানের বিরুদ্ধে আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে যে তারা পারে। এখন আমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আসলে এ ম্যাচটা ইতিহাসের পাতায় ঠাঁই দিতে পারে আমাদের। তাই আশা করছি, আমাদের মেয়েরা ব্যর্থ হবে না।'

No comments

Powered by Blogger.