কলকাতা উৎসবে 'গেরিলা' এশিয়ার সেরা চলচ্চিত্র by সুব্রত আচার্য্য,

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ও নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের 'গেরিলা' এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো। গতকাল বৃহস্পতিবার কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে উৎসবের সমাপনী অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য সন্দীপন রায় মঞ্চে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেন। এর পরই দর্শক সারিতে বসা নাসির উদ্দীন ইউসুফকে ডেকে নিয়ে এশিয়া নেট-প্যাক সম্মাননা সনদ দেওয়া হয়।


এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উৎসব কমিটির প্রধান অভিনেতা রঞ্জিত মলি্লক, সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, ঋতুপূর্ণ ঘোষ, প্রবীণ অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সপ্তদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম এশিয়ার চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে উৎসব কমিটি। জাপান, ইরান, নেপাল, ভুটান, মালদ্বীপসহ এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রতিযোগতায় ঠাঁই পায়। কিন্তু শেষ হাসি হাসলেন গেরিলার পরিচালক ও কলাকুশলীরা।
নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পুরস্কার পেয়ে কালের কণ্ঠকে বলেন, "মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত মোর্শেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আগামী' এর আগে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। এবার গেরিলা পেল। জাপান, তুরস্ক, ইরান ও কোরিয়ার ছবির মধ্যে বাংলাদেশের ছবি সেরা হওয়ায় স্বাভাবিকভাবেই আমি অভিভূত।" ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক শাইখ সিরাজ কালের কণ্ঠকে বলেন, 'কলকাতা চলচ্চিত্র উৎসবে যেভাবে ছবিটি মানুষ দেখেছে, তাতে আমাদেরও মনে হয়েছে, পুরস্কারটি আমাদের দেশেই আসছে। সেটা শেষ পর্যন্ত সত্যি হলো।'
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ১০ নভেম্বর। এবার ৫০টি দেশের মোট ১৫০টি চলচ্চিত্র দেখানো হয়েছে। দেশ-বিদেশের প্রায় দেড়শজন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী এ উৎসবে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের গেরিলা ছাড়া 'মেহেরজান' ও 'ডুবসাঁতার' ছবিও এ উৎসবে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। তবে মূল চলচ্চিত্র উৎসবের অংশ না হলেও সিনে সেন্ট্রালের অন্য একটি উৎসবে ৭৫টি ছবির মধ্যে বাংলাদেশের 'রানওয়ে' ছবিটি দেখানো হয়েছে। ছবিটি প্রয়াত তারেক মাসুদ নির্মিত।

No comments

Powered by Blogger.