রাজস্থান মন্ত্রিসভার সদস্যদের একযোগে পদত্যাগ
ভারতের কংগ্রেসশাসিত রাজ্য রাজস্থানের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার একযোগে পদত্যাগ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর ভাবমূর্তি পুনরুদ্ধারে উচ্চপর্যায়ের নির্দেশে মন্ত্রীরা এই গণ-ইস্তফা দেন।
বৈঠকের পর পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি ধারিওয়াল জানান, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি বিশ্বাস ও আস্থা প্রকাশ করতেই সব মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। এতে করে মুখ্যমন্ত্রী নয়াদিল্লির হাইকমান্ডের কাছে গিয়ে বলতে পারবেন তাঁর দল তাঁর পাশেই আছে। এরপর হাইকমান্ডের পরামর্শে উজ্জ্বল ভাবমূর্তিসম্পন্ন বিধায়কদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
২০০৮ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতায় আসে কংগ্রেস। এই তিন বছরের শাসনামলে মন্ত্রিসভার বেশ কজন সদস্য দুর্নীতি, খুনসহ নানা অভিযোগে জড়িয়ে পড়েন। বিশেষ করে একজন সেবিকার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে।
বৈঠকের পর পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি ধারিওয়াল জানান, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি বিশ্বাস ও আস্থা প্রকাশ করতেই সব মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। এতে করে মুখ্যমন্ত্রী নয়াদিল্লির হাইকমান্ডের কাছে গিয়ে বলতে পারবেন তাঁর দল তাঁর পাশেই আছে। এরপর হাইকমান্ডের পরামর্শে উজ্জ্বল ভাবমূর্তিসম্পন্ন বিধায়কদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
২০০৮ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতায় আসে কংগ্রেস। এই তিন বছরের শাসনামলে মন্ত্রিসভার বেশ কজন সদস্য দুর্নীতি, খুনসহ নানা অভিযোগে জড়িয়ে পড়েন। বিশেষ করে একজন সেবিকার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে।
No comments