তিন বছরের শিশুর শরীর থেকে ২৮টি নখ অপসারণ
ইন্দোনেশিয়ার চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তিন বছরের একটি মেয়ের পা ও পিঠ থেকে ২৮টি নখ বের করেছেন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা এজন্য ডাকিনীবিদ্যাকে দায়ী করেছেন।
সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের চিকিৎসকেরা জানান, তাঁরা গত মঙ্গলবার অস্ত্রোপচার করে মেয়েটির পা থেকে দুই ডজনের বেশি নখ, সিরিঞ্জের ভাঙা সুঁই এবং অ্যালুমিনিয়ামের রড অপসারণ করেন। মেয়েটির মেরুদণ্ডের কাছে মারাত্মকভাবে একটি নখ গেঁথে ছিল বলে চিকিৎসকেরা জানান।
গত সেপ্টেম্বরে মেয়েটির পা ও পিঠের এক্স-রে প্রতিবেদনে ক্ষতিকর বস্তুর অবস্থান ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এসব ক্ষতিকর বস্তু জাদুমন্ত্রের মাধ্যমে তার শরীরে ঢোকানো হয়েছে।
চিকিৎসকেরা জানান, মেয়েটির পায়ে কাটা দাগগুলো থেকে বোঝা যায়, কেউ একজন ছয় মাস ধরে এসব নখ তার শরীরের মধ্যে গেঁথে দিয়েছে।
সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের চিকিৎসকেরা জানান, তাঁরা গত মঙ্গলবার অস্ত্রোপচার করে মেয়েটির পা থেকে দুই ডজনের বেশি নখ, সিরিঞ্জের ভাঙা সুঁই এবং অ্যালুমিনিয়ামের রড অপসারণ করেন। মেয়েটির মেরুদণ্ডের কাছে মারাত্মকভাবে একটি নখ গেঁথে ছিল বলে চিকিৎসকেরা জানান।
গত সেপ্টেম্বরে মেয়েটির পা ও পিঠের এক্স-রে প্রতিবেদনে ক্ষতিকর বস্তুর অবস্থান ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এসব ক্ষতিকর বস্তু জাদুমন্ত্রের মাধ্যমে তার শরীরে ঢোকানো হয়েছে।
চিকিৎসকেরা জানান, মেয়েটির পায়ে কাটা দাগগুলো থেকে বোঝা যায়, কেউ একজন ছয় মাস ধরে এসব নখ তার শরীরের মধ্যে গেঁথে দিয়েছে।
No comments