সোনাক্ষীর কথায় ক্ষুব্ধ সালমান by ফারহানা আদৃতা

সোনাক্ষী সিনহাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করার পেছনে সালমান খানের অবদান সবচেয়ে বেশি। সালমান খান না হলে সোনাক্ষীর খ্যাতির শীর্ষে পেঁৗছা কোনোভাবেই সম্ভব ছিল না। এ কথা সোনাক্ষী নিজেও স্বীকার করেন। সেই সাল্লু ভাইকে গডফাদার মানতে নারাজ বলিউডের নতুন প্রজন্মের ব্যস্ততম নায়িকাটি। সম্প্রতি বিভিন্ন মহলে সোনাক্ষী সিনহা বলে বেড়াচ্ছেন, বলিউডের সব ভালো অভিনেতার সঙ্গেই তিনি অভিনয়ে আগ্রহী, বিশেষ করে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের জন্য তিনি মুখিয়ে আছেন। তাঁর স্বপ্ন শাহরুখের সঙ্গে অভিনয়।


কবে সেই স্বপ্ন পূরণ হবে, এর জন্য অধীরভাবে অপেক্ষা করছেন। শাহরুখের সঙ্গে সালমানের বিরোধের কথা বলিউডের সবাই জানে। তার পরও সোনাক্ষী সালমান-শিবিরের নায়িকা হয়ে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে তাঁর প্রচণ্ড ইচ্ছা প্রকাশ করেছেন, যা সাল্লু ভাইয়ের মনে ভীষণ রাগ ধরিয়ে দিয়েছে। সোনাক্ষীর সাম্প্রতিক কথাবার্তা ও আচরণে বেশ খেপেছেন তিনি। 'দাবাঙ' ছবিতে সোনাক্ষীকে বড় ধরনের ব্রেক দিয়েছেন সালমান। সোনাক্ষীকে ধরে ধরে অনেক কিছু শিখিয়েছেন তিনি। দাবাঙ ছবির আকাশছোঁয়া সাফল্য সোনাক্ষী সিনহাকে বিরাট উচ্চতায় পেঁৗছে দিয়েছে রাতারাতি। এরপর বলিউডে সোনাক্ষীর সৌভাগ্যের দুয়ার খুলে গেছে। বড় ব্যানার প্রতিষ্ঠিত নির্মাতাদের ছবিতে অভিনয়ের সুযোগ পায়ের কাছে এসে লুটোপুটি খাচ্ছে। ব্যস্ত নায়িকাদের একজন হিসেবে তিনি বর্তমানে গণ্য হচ্ছেন বলিউডে। ক্যারিয়ারের এমনই পর্যায়ে আজকাল সোনাক্ষী নিজে নিজে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন। কার সঙ্গে অভিনয় করবেন, কার সঙ্গে করবেন না_এ বিষয়ে গাইড সালমান খানের কাছে কোনো কিছু জানতেও চাইছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী আরো বলেছেন, 'আমি তারকাদের মধ্যে ক্যাম্পিং সিস্টেমে বিশ্বাসী নই, আমি নিজেকে বিশেষ কোনো ক্যাম্পের বলে ভাবি না, আমি বলিউডের সবার সঙ্গেই কাজ করতে চাই।' সোনাক্ষীর এ ধরনের কথাবার্তা সালমানকে ক্ষুব্ধ করেছে প্রচণ্ডভাবে; যদিও সোনাক্ষী তাঁর ক্যারিয়ারের বিস্ময়কর উত্থানের জন্য সালমান খানের বিশেষ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সব সময়। সালমান খান কোনোভাবেই চান না সোনাক্ষী তাঁর অনুমতি কিংবা অনুুমোদন ছাড়া বলিউডের অন্য যেকোনো নায়কের সঙ্গে ছবিতে অভিনয় করেন।

No comments

Powered by Blogger.