নকিয়া মডেম থেকে গতিময় ইন্টারনেট
নকিয়া সেলফোনকে অনেকেই ইন্টারনেট ব্যবহারের জন্য মডেম হিসেবে ব্যবহার করে থাকে। তবে সমস্যা হচ্ছে, নকিয়া সেলফোন যখন মডেম হিসেবে ব্যবহৃত হয় তখন অনেক সময় শুধু মডেমের কারণে ইন্টারনেট গতি শ্লথ হয়ে যায়। তবে সহজেই এক্ষেত্রে ইন্টারনেটের গতি সমস্যা দূর করা সম্ভব। এজন্য হ্যান্ডসেটের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। প্রথমে ঘড়শরধচপ ঝঁরঃব এর মধ্যেমে কম্পিউটারের সঙ্গে সেলফোনের সংযোগ দিতে হবে ।
এবার ঈড়হহবপঃ ঃড় ঃযব ওহঃবৎহবঃ ফাংশন ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করতে হবে। সংযোগ স্থাপন হয়ে গেলে পুনরায় সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এবার ঝঃধৎঃ মেনু থেকে জঁহ অপশনে গিয়ে হপঢ়ধ.পঢ়ষ লিখে ঊহঃবৎ চাপতে হবে। এখন যে পেজটা আসবে সেখানে ঘড়শরধ৬১২প টঝই গড়ফবস#১ এরকম একটি অপশন দেখা যাবে। এবার এই অপশনে জরমযঃ গড়ঁংব ক্লিক করে চৎড়ঢ়বৎঃরংব এ ঢুকে ঈড়হভরমঁৎব থেকে গবীরসঁস ংঢ়ববফ(নঢ়ং) এর পাশের ইড়ী থেকে ক্লিক করে ৯২১৬০ ভ্যালু দিতে হবে। এরপর ড়শ করে বেরিয়ে আসতে হবে। এবার ঘড়শরধঘ৭০ টঝই গড়ফবস#১ এ উড়ঁনষব ঈষরপশ করে বেরিয়ে এসে উরধষ এ ক্লিক করতে হবে। দেখা যাবে নেট কানেক্ট হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, এরপর থেকে আপনাকে আর ঘড়শরধচপ ঝঁরঃব ব্যবহার করতে হবে না। কেবল জঁহ থেকে হপঢ়ধ.পঢ়ষ লিখে ঊহঃবৎ চাপলে কিংবা ঈড়হঃৎড়ষঢ়ধহবষ থেকে ঘবঃড়িৎশ ঈড়হহবপঃরড়হ এ ঈষরপশ করে ঘড়শরধঘ৭০ টঝই গড়ফবস#১ তে উড়ঁনষবপষরপশ করে উরধষ করলেই চলবে। এরপর আগের চেয়ে ইন্টারনেটে অনেক গতিময় হয়ে উঠবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, পরবর্তী সময়ে ঘড়শরধচপ ঝঁরঃব ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করলে এই সেটিংস বাদ হয়ে যাবে এবং তা আবার করতে হবে।
No comments