তথ্য বিভ্রাট-ওয়ানডে স্ট্যাটাসের জন্য অপেক্ষা বাড়ল
আগের দিন অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, 'আয়ারল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপের তিন নম্বরে থাকব আমরা। ওয়ানডে স্ট্যাটাসও পেয়ে যাব_ এ ম্যাচটি তাই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।' কোচ মমতা মাবেন বলেছিলেন, 'জিতলেই ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাব আমরা। তাই এটি আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ।' সেদিন জাপানকে হারানোর পর বিসিবির উইমেন উইং চেয়ারম্যান আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানও বলেছিলেন, 'এখন
আয়ারল্যান্ডকে হারাতে পারলেই ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাব আমরা।' চারদিক থেকে এই ভুল তথ্য পেয়ে দেশের প্রতিটি মিডিয়াতেই বলা হয়েছিল_ 'আয়ারল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাবে।' গতকাল এ আশায় ঢাকা থেকে ওবি ভ্যান নিয়ে হাজির হয়েছিল একটি স্যাটেলাইট চ্যানেল। কিন্তু সবার ভ্রম সংশোধন করেছেন আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিন_ 'গ্রুপের সেরা তিনে থাকলেই ওয়ানডে স্ট্যাটাস মিলবে না। ২৬ নভেম্বর পেল্গ-অফের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।' তথ্যটি তিনি সঙ্গে সঙ্গে বাংলাদেশ ড্রেসিংরুমেও জানিয়ে দেন। কেননা তখনও সালমারা কেউ জানতেন না, এ ম্যাচটি জয়ের অর্থই ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নয়। বাংলাদেশ দলের ম্যানেজার দীপু রায় চৌধুরী বলেছেন, মেয়েদের উদ্বুদ্ধ করতেই আয়ারল্যান্ড ম্যাচের আগে অমন কথা বলা হয়েছিল। 'তথ্য বিভ্রাট হয়েছিল। মেয়েরা জানত, এ ম্যাচ জিতলেও ওয়ানডে স্ট্যাটাসের জন্য আরও ম্যাচ খেলতে হবে।' দীপু রায় চৌধুরীর পাশে বসে অধিনায়ক সালমা অবশ্য এ কথার দ্বিমত প্রকাশ করেছেন, 'আমরাও জানতাম আজকের ম্যাচটি জিতলেই ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাব। প্রথম ইনিংস শেষে আমরা সবাই জানতে পারি আমাদের আরও কয়েকটি ম্যাচ খেলতে হবে।' তথ্য বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিসিবি উইমেন উইং চেয়ারম্যান আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান নিজেও। 'মানছি, একটা তথ্য বিভ্রাট হয়েছে। আমরা আয়ারল্যান্ড ম্যাচটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ধরেছিলাম। মেয়েরাও ভেবেছিল, এ ম্যাচটি জিতলেই ওয়ানডে মর্যাদা পাওয়া যাবে। এ ভুলের কারণে দুঃখ প্রকাশ করছি।' বিসিবি কর্মকর্তার মতো ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএসও সন্ধ্যায় মহিলা দলকে ওয়ানডে মর্যাদা পাওয়ায় শুভেচ্ছা জানিয়ে পরে দুঃখ প্রকাশ করেছেন। তবে বিসিবি কর্মকর্তাদের বিশ্বাস, এই জয়ে ওয়ানডে মর্যাদা পাওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ; কিন্তু আইসিসির মিডিয়া ম্যানেজার স্মরণ করিয়ে দিলেন, এখনও হাতে থাকা ম্যাচগুলোর সবগুলো হেরে গেলে ওয়ানডে মর্যাদা নাও পেতে পারে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কী করলে কী হবে_ সেই সমীকরণটার ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছেন লুসি এভাবে_
বাংলাদেশকে ওয়ানডে স্ট্যাটাস পেতে হলে
আজ বাদে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। শক্তির বিচারে যদি ধরে নেওয়া যায়, সালমারা হেরে যাবেন ওই ম্যাচ। তাহলে গ্রুপ 'বি' থেকে তৃতীয় হবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে গ্রুপ 'এ'র দ্বিতীয় দলটির সঙ্গে। ধরে নেওয়া যাক, সে দলটি হবে শ্রীলংকা। ২২ নভেম্বর ওই ম্যাচটি জিতে গেলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। সেই সঙ্গে ওই দিনই ওয়ানডে মর্যাদা আদায় করে নেবে। এরপর তাদের গ্রুপ 'বি'র প্রথম দলটির মুখোমুখি হতে হবে। ওই ম্যাচটি জিতে গেলে ২৬ নভেম্বর টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় স্থানের জন্য লড়বে বাংলাদেশ।
আর যদি ২২ নভেম্বর শ্রীলংকার সঙ্গে হেরে যায় বাংলাদেশ, তাহলে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেলেও ওয়ানডে স্ট্যাটাসের লড়াইয়ে থাকবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ২৪ নভেম্বর গ্রুপ 'এ'র চতুর্থ দল, ধরে নেওয়া যাক সে দলটি যুক্তরাষ্ট্র, তাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ম্যাচটি হেরে গেলে ওয়ানডে মর্যাদা পাওয়ার আশা একেবারে শেষ হয়ে যাবে। এরপর তাদের টুর্নামেন্টের নয় আর দশ নম্বরের জন্য পরে খেলতে হবে। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে গেলে ওয়ানডে মর্যাদা পেয়ে যাবে বাংলাদেশ। ২৬ নভেম্বর তারা টুর্নামেন্টের ৫ আর ৬ নম্বরের জন্য খেলবে।
No comments