কর্ণফুলী পেপার মিল-লুটপাটে জড়িতরা শাস্তি পাক
কর্ণফুলী পেপার মিলের নতুন বি্লচিং প্লান্ট নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে বলে শুক্রবার সমকালে রিপোর্ট প্রকাশ পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএনডি) দীর্ঘ প্রতিবেদনে কেপিএমে বি্লচিং প্লান্ট প্রকল্পে দুর্নীতির এই চিত্র বেরিয়ে আসার পর এর ভিত্তিতে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল সরেজমিন তদন্তে গিয়ে সংস্থাটিতে বহুবিধ দুর্নীতির আলামত দেখে বিস্মিত হয়ে যায়।
আসলে রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের অবস্থা প্রায় একই রকমের। এসব সংস্থা পরিচালনার দায়িত্ব সাধারণত আমলাদের ওপর ছেড়ে দেওয়া হয় বলে এগুলো জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ হয়। আমলা দিয়ে যে ব্যবসা হয় না তার প্রমাণ এসব রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের রুগ্ণ দশা থেকেই অনুমেয়। সরকার ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন ম্যানেজমেন্টের হাতে এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট টার্গেট দিয়ে চালাতে দিলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো ফল মিলতে পারে। তবে ব্যাপক দুর্নীতির জন্য সরকারি কার্যকর ও গতিশীল মনিটরিং ব্যবস্থার সার্বক্ষণিক ওয়াচ না থাকাই অনেকাংশে দায়ী। বি্লচিং প্লান্টটি জাপানি একটি প্রতিষ্ঠান নতুন করে নির্মাণ করার কথা। কিন্তু জাপানি প্রতিষ্ঠানটি অধিকাংশ ক্ষেত্রেই পুরনো যন্ত্রপাতি সংগ্রহ করে জোড়াতালি দিয়ে প্লান্টটি নির্মাণ করে। বিদেশি একটি প্রতিষ্ঠান কী করে এ ধরনের দুর্নীতির আশ্রয় নিতে পারল সেটা বিস্ময়ের। দেশের বেসরকারি কাগজকল লাভজনক হলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিন্তু বিএমআরই করানোর পরও লাভের মুখ দেখেনি। বরং গত বছর এই প্রতিষ্ঠান ৩৪ কোটি টাকা লোকসান দিয়েছে। কেপিএম ম্যানেজমেন্ট পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে এর কর্মকর্তাদের টার্গেট বেঁধে দেওয়া এবং টার্গেট অর্জনের সঙ্গে তাদের বেতন, বোনাস ও পদোন্নতি যুক্ত করে দেওয়া উচিত ছিল। অব্যাহত লোকসান হতে থাকলে এ ধরনের শ্বেতহস্তী সরকার আর জনগণের ট্যাক্সের অর্থে পুষবে না মর্মেও সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতে হতো। তবে বিলম্বে হলেও আইএনডি কেপিএমের বি্লচিং প্লান্টে দুর্নীতি উদ্ঘাটন করতে পারায় প্রতিষ্ঠানটির তদন্ত টিমকে ধন্যবাদ জানাই। বুয়েটের তদন্ত টিমও দুর্নীতির সামগ্রিক চিত্র তুলে আনার চেষ্টা করছে। উলি্লখিত দুটি সংস্থার রিপোর্টের আলোকে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে ভবিষ্যতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির প্রকোপ কমতে পারে।
No comments