সোনালী ব্যাংকের সভা
সোনালী ব্যাংক লিমিটেডের ২০১১ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক এক সভাসহ অ্যাসেট লায়াবিলিটি কমিটি (অ্যালকো) এবং ম্যানেজমেন্ট কমিটির (ম্যানকম) সভা শুক্রবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অ্যালকো এবং ম্যানকমের সভার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের গত ১০ মাসের ব্যবসায়িক
লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ে আলোচনা হয়। এ পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দেন। এ ক্ষেত্রে বছরের অবশিষ্ট সময়ে ব্যাংকের মুনাফ অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ, কোয়ালিটি ডিপোজিট সংগ্রহ, কৃষি/শিল্প/ক্ষুদ্রঋণ প্রদান, রেমিট্যান্স আহরণ বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এসব লক্ষ্য অর্জনে তিনি উপস্থিত কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রতিযোগিতামূলক মানসিকতায় গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে সেবা খাত থেকে অধিক আয় এবং সব শাখাকে দ্রুত কম্পিউটারাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জিএম, ডিজিএম ও এজিএমদের আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং তাদের অধীনদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। তিনি পারফরম্যান্সের ওপর ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করাসহ অকৃতকার্যদের শাস্তি প্রদান করারও ঘোষণা দেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাইনুল হক, প্রধান কার্যালয়সহ জেনারেল ম্যানেজারস অফিস ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, ফরদিপুর ও ময়মনসিংহর সব জিএম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
No comments