কাবুলে লয়া জিরগার অধিবেশনের কাছে রকেট হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে লয়া জিরগার কাছে গতকাল বৃহস্পতিবার রকেট হামলা চালানো হয়েছে। অধিবেশন উপলক্ষে কাবুলে নেওয়া কঠোর নিরাপত্তার মধ্যেই এ হামলা চালানো হলো।
গত বুধবার লয়া জিরগার চার দিনব্যাপী অধিবেশন শুরু হয়। আফগানিস্তানের প্রায় দুই হাজার প্রবীণ নেতা অধিবেশনে যোগ দিয়েছেন।
কাবুলের পুলিশপ্রধান মোহাম্মদ আইয়ুব সালানগি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল সকাল আটটার কিছুক্ষণ পর দুটি বিকট শব্দ শোনা যায়। এটি রকেট হামলা বলে মনে হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে রাস্তার পাশে একটি রকেট এসে পড়ে।
গত বুধবার লয়া জিরগার চার দিনব্যাপী অধিবেশন শুরু হয়। আফগানিস্তানের প্রায় দুই হাজার প্রবীণ নেতা অধিবেশনে যোগ দিয়েছেন।
কাবুলের পুলিশপ্রধান মোহাম্মদ আইয়ুব সালানগি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল সকাল আটটার কিছুক্ষণ পর দুটি বিকট শব্দ শোনা যায়। এটি রকেট হামলা বলে মনে হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে রাস্তার পাশে একটি রকেট এসে পড়ে।
No comments