মুম্বাই টেস্টেও বাজপাখির চোখ ধোনির
প্রথম দুই টেস্টেই সিরিজ জেতা হয়ে গেছে। সে জয় দুটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াসে পেয়েছে ভারতীয় দল। এ অবস্থায় মুম্বাইয়ে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারত ভারত, কিন্তু কলকাতা টেস্ট জয়ের পরই সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ, মুম্বাইয়ের শেষ টেস্টটাও যে জিততে চায় ভারত!
ইডেন গার্ডেনসে সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি দারুণ একটি 'ল্যান্ডমার্ক'ও ছুঁয়েছে ভারতীয় দল। এটি ছিল তাদের পঞ্চাশতম সিরিজ জয়! ১৩৬তম সিরিজে এসে এ 'ফিফটি' করল ভারত। আর নিজের অধিনায়কত্বে ৩৩ টেস্টে ইডেনে ১৭তম ম্যাচ জিতলেন মহেন্দ্র সিং ধোনি। দুদলের সামর্থ্যের যে ব্যবধান, তাতে মুম্বাই টেস্টে অধিনায়ক ধোনির রেকর্ড আরেকটু উঁচুতেই ওঠার কথা।
তবে ম্যাচ বাকি রেখে সিরিজ জেতা নিশ্চিত হয়ে গেলে যা হয় আর কি, ইডেন টেস্ট শেষে যেমন ধোনিকে শুনতে হলো মুম্বাই ম্যাচে নতুন মুখ বরুন অ্যারনকে সুযোগ দেওয়া হবে কি না? সে প্রশ্নের উত্তরটা এত আগেভাগে দিতে রাজি নন ভারতীয় অধিনায়ক, 'এ রকম একটা ভাবনা আমাদের আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত করার সময় এখনো আসেনি। শুধু এটুকু বলতে পারি, পরীক্ষা-নিরীক্ষা করা আমাদের লক্ষ্য নয়। আমরা দলের জন্য যে কম্বিনেশনটা সেরা হবে, সেটা নিয়েই মুম্বাইতে নামব।'
তার মানে মুম্বাইতেও সেরা ভারতকেই পাচ্ছে টানা দুই ম্যাচে আত্মসমর্পণে বাধ্য হওয়া ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তন বলতে একটাই, যুবরাজ সিংয়ের জায়গায় সুযোগ পাচ্ছেন তরুণ রোহিত শর্মা। কিন্তু ভারতের বোলিং লাইনআপটা থাকছে আগের মতোই। ক্যারিবীয়দের জন্য 'মুম্বাই মাসালা' তৈরির আগে ইডেনে জেতানো তরুণ বোলিং আক্রমণকে প্রশংসায় ভাসিয়েছেন ধোনি, 'পুরো বোলিং ইউনিটটা দারুণ করেছে। ফাস্ট বোলারদের তরতাজা দেখাচ্ছে। টেস্ট ক্রিকেটের দাবি মিটানো লম্বা স্পেলে বোলিং করার সামর্থ্য এদের আছে। তেমনি স্পিনাররাও। ওঝা দুই ফরম্যাটেই খেলছে। তবে একাদশে নিয়মিত নয়। অন্যদিকে অশ্বিন টেস্টে নতুন। আমি নিশ্চিত যে পরের ম্যাচের জন্য ওরা মুখিয়ে আছে।'
বোলিং আক্রমণের ঢালাও প্রশংসার মাঝেও একজনকে নিয়ে বাড়তি একটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তিনি উমেশ যাদব। এ মূহূর্তে ভারতের দ্রুততম আন্তর্জাতিক বোলার। ইডেনে ৭ উইকেট নিয়ে যিনি উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতই দিয়েছেন। তবে যাদবের ব্যাপারে খুবই সতর্ক মহেন্দ্র সিং ধোনি, 'সে এমন একজন বোলার, যে কিনা খুব জোরে বল করতে পারে। তবে ওকে সেরা উপায়ে ব্যবহার করতে হবে। নিশ্চিত করতে হবে যেন বেশি খেলিয়ে ওকে নিংড়ে না ফেলি।' তবে কি মুম্বাই টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে উমেশ যাদবকে? এ প্রশ্নের উত্তরও সময়ের হাতে ছেড়ে দিয়েছেন ধোনি। সূত্র : ওয়েবসাইট
তবে ম্যাচ বাকি রেখে সিরিজ জেতা নিশ্চিত হয়ে গেলে যা হয় আর কি, ইডেন টেস্ট শেষে যেমন ধোনিকে শুনতে হলো মুম্বাই ম্যাচে নতুন মুখ বরুন অ্যারনকে সুযোগ দেওয়া হবে কি না? সে প্রশ্নের উত্তরটা এত আগেভাগে দিতে রাজি নন ভারতীয় অধিনায়ক, 'এ রকম একটা ভাবনা আমাদের আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত করার সময় এখনো আসেনি। শুধু এটুকু বলতে পারি, পরীক্ষা-নিরীক্ষা করা আমাদের লক্ষ্য নয়। আমরা দলের জন্য যে কম্বিনেশনটা সেরা হবে, সেটা নিয়েই মুম্বাইতে নামব।'
তার মানে মুম্বাইতেও সেরা ভারতকেই পাচ্ছে টানা দুই ম্যাচে আত্মসমর্পণে বাধ্য হওয়া ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তন বলতে একটাই, যুবরাজ সিংয়ের জায়গায় সুযোগ পাচ্ছেন তরুণ রোহিত শর্মা। কিন্তু ভারতের বোলিং লাইনআপটা থাকছে আগের মতোই। ক্যারিবীয়দের জন্য 'মুম্বাই মাসালা' তৈরির আগে ইডেনে জেতানো তরুণ বোলিং আক্রমণকে প্রশংসায় ভাসিয়েছেন ধোনি, 'পুরো বোলিং ইউনিটটা দারুণ করেছে। ফাস্ট বোলারদের তরতাজা দেখাচ্ছে। টেস্ট ক্রিকেটের দাবি মিটানো লম্বা স্পেলে বোলিং করার সামর্থ্য এদের আছে। তেমনি স্পিনাররাও। ওঝা দুই ফরম্যাটেই খেলছে। তবে একাদশে নিয়মিত নয়। অন্যদিকে অশ্বিন টেস্টে নতুন। আমি নিশ্চিত যে পরের ম্যাচের জন্য ওরা মুখিয়ে আছে।'
বোলিং আক্রমণের ঢালাও প্রশংসার মাঝেও একজনকে নিয়ে বাড়তি একটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তিনি উমেশ যাদব। এ মূহূর্তে ভারতের দ্রুততম আন্তর্জাতিক বোলার। ইডেনে ৭ উইকেট নিয়ে যিনি উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতই দিয়েছেন। তবে যাদবের ব্যাপারে খুবই সতর্ক মহেন্দ্র সিং ধোনি, 'সে এমন একজন বোলার, যে কিনা খুব জোরে বল করতে পারে। তবে ওকে সেরা উপায়ে ব্যবহার করতে হবে। নিশ্চিত করতে হবে যেন বেশি খেলিয়ে ওকে নিংড়ে না ফেলি।' তবে কি মুম্বাই টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে উমেশ যাদবকে? এ প্রশ্নের উত্তরও সময়ের হাতে ছেড়ে দিয়েছেন ধোনি। সূত্র : ওয়েবসাইট
No comments