ফের উত্তাল তাহরির স্কয়ার জনতার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি
মিসরে গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করতে ক্ষমতাসীন সামরিক পরিষদের ওপর চাপ বাড়াতেই এ বিক্ষোভ করে তারা। হোসনি মুবারকের পতনের ১০ মাস পর ক্ষমতাসীন সামরিক প্রশাসনের বিরুদ্ধে এটাই প্রথম বড় ধরনের বিক্ষোভ। বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিও জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পরে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে ৫০ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা সামরিক পরিষদকে জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানায়। ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টিসহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তাহরির স্কয়ার থেকেই মুবারকবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে মুবারক পদত্যাগ করেন। এরপর সামরিক পরিষদ মিসরের ক্ষমতা নেয়।
গতকাল নানা স্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে তাহরির স্কয়ারে হাজির হয় বিক্ষোভকারীরা। তারা সামরিক পরিষদের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেয়। ব্যানারে লেখা ছিল, 'সামরিক শাসনের পতন হোক। মিসর আমাদের দেশ, সেনাবাহিনীর শিবির নয়', 'ক্ষমতা হস্তান্তরের সময়সীমা জানতে চায় জনগণ', 'কোরআন আমাদের সংবিধান'।
মুসলিম ব্রাদারহুডের সদস্য হানি হেগাজি বলেন, 'জনগণকে শাসন করার কোনো অধিকার নেই সামরিক বাহিনীর। দেশকে রক্ষা করাই তাদের একমাত্র কাজ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা বেসামরিক সরকার চাই।'
সশস্ত্র বাহিনী সংবিধানের অভিভাবক_সম্প্রতি সামরিক পরিষদ এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সশস্ত্র বাহিনী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।
এ প্রসঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী সালাফি গ্রুপের এক সদস্য বলেন, 'জনগণ মুবারকের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে। তারা আমাদের ওপর যে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, প্রয়োজনে তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়া হবে।' সূত্র : এপি, এএফপি, এবিসি নিউজ।
No comments