ভারতে শিষ্যদের আচরণে বিরক্ত ফ্লাওয়ার
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অবস্থা যা হয়েছিল, পাল্টা সফরে ভারত এসে ইংল্যান্ড দলেরও অবস্থা হয়েছে অনেকটা তাই। ইংল্যান্ডে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত জিততে পারেনি একটি ম্যাচও, সেই ভারতই আবার দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে করেছে 'হোয়াইটওয়াশ'। খুব কাছাকাছি সময়ে সাফল্য ও ব্যর্থতার স্বাদ পাওয়া দলটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মনে হচ্ছে, অতিরিক্ত আগ্রাসী মানসিকতার কারণেই এই ভরাডুবি।
ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ারের শুরু ফ্লাওয়ারের। সাফল্যের সিঁড়ি বেয়ে জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন ইংল্যান্ডের কোচের চেয়ারে। আর সেখানেও তিনি সফল, ইংল্যান্ডই এখন টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে। জেতা হয়েছে অ্যাশেজ, টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ, তারপর ওয়ানডের বিশ্বকাপজয়ী ভারতের বিপক্ষে নিজেদের মাঠে অমন পারফরম্যান্স, একটু আত্মতুষ্টিতে তো ভুগতেই পারে ইংলিশরা। সেটাই দলকে ডুবিয়েছে বলে মনে করেন ফ্লাওয়ার, 'মেনে নিচ্ছি, আমরা বাড়াবাড়ি করে ফেলেছিলাম।' খোদ কোচের কণ্ঠেই শোনা যাচ্ছে, বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নাকি মাঠে ঠিক ভদ্রলোকের মতো আচরণ করেননি, 'আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার নাকি ভারতীয় ক্রিকেটারদের মাঠে স্লেজিং করেছে, তারা চেয়েছে ভারতীয় খেলোয়াড়দের অস্বস্তিতে ফেলতে, কিংবা এমন উদ্ভট কিছু। এটা ঠিক নয়, আর কোনোভাবেই দলের নীতির মধ্যে পড়ে না। আমাদের উচিত নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা। আমার মনে হয় আমাদের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।' সিরিজের মাঝপথে গ্রায়েম সোয়ানের আত্মজীবনীসংক্রান্ত বিতর্কিত ঘটনাও বিরক্ত করেছে ইংল্যান্ড কোচকে, 'সোয়ানের বইটা আসলে ভালো কিছু হয়নি। সবচেয়ে ভালো হতো এমন পরিস্থিতি এড়াতে পারলে।'
এত কিছুর পরও কিন্তু পাকিস্তানের বিপক্ষে মধ্যপ্রাচ্যে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলার আগে ভারতেই ক্যামপ করবে ইংল্যান্ড! গত আগস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা অ্যান্ড্রু স্ট্রাউসকে দেখা যাবে এই ক্যাম্পে, সঙ্গে থাকবেন ম্যাট প্রায়র, ইউইন মরগানদের মতো ব্যাটসম্যানরা। অন্যদিকে জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট ও স্টুয়ার্ট ব্রডসহ ফাস্ট বোলারদের নিয়ে ক্যামপ হবে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে। পিটিআই, টেলিগ্রাফ
No comments