অ্যাপস কর্নার- ভিমিও
মোবাইল ফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকেই ভিডিও আপলোড করা, দেখা, শেয়ার করার অ্যাপলিকেশন হলো ভিমিও। এতে প্রচুর অ্যানিমেটেড ভিডিও আছে।ভিডিও শেয়ার ও আপলোডের ওয়েবসাইট ভিমিও ডট কমেরই অ্যাপ এটি।
এই অ্যাপলিকেশন ব্যবহার করে ভিডিও দেখার পাশাপাশি তা নামিয়ে মোবাইল ফোনে রাখাও যায়।
ভিমিওর তালিকা থেকে বেছে নানা বিষয়ের ভিডিও দেখতে পারবেন। অ্যানিমেশন, আর্ট, কমেডি, নিজে করা, সিনেমা, গান, প্রকৃতি, খেলা, বেড়ানো ইত্যাদি নানা বিভাগের অসংখ্য চ্যানেল থেকে ভিডিও দেখতে পারবেন। লাইক দেওয়া এবং মন্তব্য করারও সুযোগ আছে।
আপনার মোবাইল ফোনে রাখা ভিডিও ভালো মানে আপলোড করে টাইটেল, ক্রেডিট, ট্যাগ ইত্যাদি যোগ করা যাবে। হাই ডেফিনেশন ভিডিও আপলোড করতে পারবেন এতে। আর হাই ডেফিনেশন নয়, এমন ভিডিওগুলো আপলোড হবে সর্বোচ্চ ৩০ ফ্রেম/সেকেন্ড মানে। ভালো ভিডিও তৈরির পরামর্শও পাবেন এতে।
ফেসবুক, টুইটার, ই-মেইল ও মেসেজের মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন।
বর্তমান সংস্করণ: ৩.০.১ (অ্যাপল), ১.০.৩৬ (অ্যান্ড্রয়েড), ১.৩.০.৪১৯ (উইন্ডোজ)
আকার: ২৫.৩ মেগাবাইট (অ্যাপল), ২.১ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ৪ মেগাবাইট (উইন্ডোজ)
নামানোর ঠিকানা: http://bit.ly/eWi2gT (অ্যাপল) http://bit.ly/XZRizn(অ্যান্ড্রয়েড)
http://bit.ly/11RhI9K (উইন্ডোজ)
গ্রন্থনা: রুহিনা তাসকিন
ভিমিওর তালিকা থেকে বেছে নানা বিষয়ের ভিডিও দেখতে পারবেন। অ্যানিমেশন, আর্ট, কমেডি, নিজে করা, সিনেমা, গান, প্রকৃতি, খেলা, বেড়ানো ইত্যাদি নানা বিভাগের অসংখ্য চ্যানেল থেকে ভিডিও দেখতে পারবেন। লাইক দেওয়া এবং মন্তব্য করারও সুযোগ আছে।
আপনার মোবাইল ফোনে রাখা ভিডিও ভালো মানে আপলোড করে টাইটেল, ক্রেডিট, ট্যাগ ইত্যাদি যোগ করা যাবে। হাই ডেফিনেশন ভিডিও আপলোড করতে পারবেন এতে। আর হাই ডেফিনেশন নয়, এমন ভিডিওগুলো আপলোড হবে সর্বোচ্চ ৩০ ফ্রেম/সেকেন্ড মানে। ভালো ভিডিও তৈরির পরামর্শও পাবেন এতে।
ফেসবুক, টুইটার, ই-মেইল ও মেসেজের মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন।
বর্তমান সংস্করণ: ৩.০.১ (অ্যাপল), ১.০.৩৬ (অ্যান্ড্রয়েড), ১.৩.০.৪১৯ (উইন্ডোজ)
আকার: ২৫.৩ মেগাবাইট (অ্যাপল), ২.১ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ৪ মেগাবাইট (উইন্ডোজ)
নামানোর ঠিকানা: http://bit.ly/eWi2gT (অ্যাপল) http://bit.ly/XZRizn(অ্যান্ড্রয়েড)
http://bit.ly/11RhI9K (উইন্ডোজ)
গ্রন্থনা: রুহিনা তাসকিন
No comments