না জানলেও ক্ষতি নেই
মানুষের শরীর থেকে প্রতিদিন গড়ে এক চা-কাপের সমান ঘাম ঝরে। ওগুলো আবার চায়ের মতো খেয়ে ফেলো না! আর নাক থেকে প্রতিদিন প্রায় এক কাপ মিউকাস তৈরি হয়।
ওয়াক থু!
উটের তিন সেট চোখের পাতা আছে। আর আট পা-ওয়ালা অক্টোপাসের হূৎপিণ্ড থাকে তিনটি। এদের সবকিছুই বেশি বেশি।
মহাকাশ থেকে ফেরার পর নভোচারীদের উচ্চতা দুই ইঞ্চি বেড়ে যেতে পারে। যারা লম্বা হতে চাও তাদের জন্য এটা মস্ত এক সুযোগ।
মজার এক খাবার ফ্রেঞ্চ ফ্রাই। মজার ব্যাপার হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম ফ্রান্সে নয়, বেলজিয়ামে।
উটের তিন সেট চোখের পাতা আছে। আর আট পা-ওয়ালা অক্টোপাসের হূৎপিণ্ড থাকে তিনটি। এদের সবকিছুই বেশি বেশি।
মহাকাশ থেকে ফেরার পর নভোচারীদের উচ্চতা দুই ইঞ্চি বেড়ে যেতে পারে। যারা লম্বা হতে চাও তাদের জন্য এটা মস্ত এক সুযোগ।
মজার এক খাবার ফ্রেঞ্চ ফ্রাই। মজার ব্যাপার হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম ফ্রান্সে নয়, বেলজিয়ামে।
No comments