নবীর (সা.) আলোচনায় ইমান তাজা হয় by ওয়ালী উল্লাহ আরমান
মানব সৃষ্টির শুরু থেকে যেসব মহামানবের আবির্ভাব হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ (সা.)। জীবনের প্রতি স্তরে, প্রতি পদক্ষেপে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, তার সমাধান খুঁজে পাই এ মহামানবের জীবনে।
এমন সর্বগুণ সমন্বিত অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মহামানব বিশ্বজগতে আর দ্বিতীয় জন নেই। তার উত্তম অনুপম আদর্শের অধিকারী হওয়ার ব্যাপারে এবং যার অনুকরণ-অনুসরণের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতাকে মূলনীতিরূপে কোরআনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করা হয়েছে_ 'নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের (সা.) মধ্যে রয়েছে উত্তম আদর্শ।' তাই মুসলমানদের বেঁচে থাকার পাথেয় হিসেবে মহানবীর (সা.) আদর্শের অনুসরণ-আনুগত্যকে দৃঢ়ভাবে ধারণ করা উচিত । নবীর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা মিরপুরের তত্ত্বাবধানে সিরাতুন্নবী (সা.) পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠন কাজ করে যাচ্ছে। সিরাতুন্নবী পরিষদের উদ্যোগে আগামীকাল ও পরশু আরজাবাদ মাদ্রাসার সনি্নকটে বুদ্ধিজীবী গোরস্তান সংলগ্ন ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আরজাবাদের প্রিন্সিপাল ও সিরাতুন্নবী পরিষদের সভাপতি মাওলানা মোস্তফা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শাহ্ আহমদ শফি, পাকিস্তানের আবদুুল মজিদ নদিমসহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ নবীপ্রেমী জনতাকে ওই সম্মেলনে যোগ দিতে বিশেষভাবে দাওয়াত জানানো হচ্ছে।
No comments