ভেনেজুয়েলার বিরোধীদের দাবি- দেশবাসীর উদ্দেশে কিছু বলতে হবে চাভেজকে
ক্যানসারে আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সমর্থনে গত বুধবার শোভাযাত্রা করেছে হাজার হাজার সমর্থক।
একই দিন বিরোধীপক্ষও পাল্টা শোভাযাত্রা করেছে। দেশটির স্বৈরশাসকের পতনের ৫৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে উভয়পক্ষ শোভাযাত্রা বের করে।
একই দিন বিরোধীপক্ষও পাল্টা শোভাযাত্রা করেছে। দেশটির স্বৈরশাসকের পতনের ৫৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে উভয়পক্ষ শোভাযাত্রা বের করে।
ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো কিউবায় চাভেজের সঙ্গে সাক্ষাৎ করে বুধবার রাতে দেশে ফিরেছেন। চাভেজ গত মাস থেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হচ্ছে। তবে বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস চাভেজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, তাঁর অবস্থা যদি ভালো হয়, তাহলে দেশবাসীর উদ্দেশে তাঁর বক্তব্য দেওয়া উচিত।
‘হত্যার ষড়যন্ত্র’: কিউবা থেকে দেশে ফিরে স্বৈরতন্ত্র পতনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় তিনি দাবি করেন, তাঁকে ও দেশের জাতীয় পরিষদের প্রধান দিওসদাদো কাবেলোকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞাত একদল ব্যক্তি ভেনেজুয়েলায় ঢুকেছে। এএফপি ও বিবিসি।
‘হত্যার ষড়যন্ত্র’: কিউবা থেকে দেশে ফিরে স্বৈরতন্ত্র পতনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় তিনি দাবি করেন, তাঁকে ও দেশের জাতীয় পরিষদের প্রধান দিওসদাদো কাবেলোকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞাত একদল ব্যক্তি ভেনেজুয়েলায় ঢুকেছে। এএফপি ও বিবিসি।
No comments