কুমিল্লায় বিএনপির মিছিলে হামলাকারীদের গ্রেফতার দাবি আ’লীগের
কুমিল্লার মুরাদনগরে বিএনপির মিছিলে হামলায় জড়িত সন্ত্রাসীদের আগামী
১০ দিনের মধ্যে গ্রেফতার করে বিচার দাবি করেছেন জেলা আওয়ামী লীগ নেতারা।
তারা বলেছেন, সংসদ নির্বাচনে মুরাদনগর থেকে দু’বার পরাজিত হয়ে ইউসুফ
আবদুল্লাহ হারুন আবারো নির্বাচন করার জন্য কিছু সন্ত্রাসী দিয়ে মুরাদনগরের
পরিবেশকে উত্তপ্ত করে তুলছেন। যারা হামলা করেছে তারা মূলত তার লোক।
আওয়ামী লীগ এর দায়ভার নেবে না।
গতকাল মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল শেষে বাসস্ট্যান্ড মোড়ে এক পথসভায় কুমিল্লা জেলা (উ:) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমসহ নেতারা এসব কথা বলেন। পথসভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা, হেলাল উদ্দিন মজনু, সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আবুল খায়ের, শরিফুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম মাশুক, যুবলীগ নেতা সফিকুর রহমান ছবি প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ।
গতকাল মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল শেষে বাসস্ট্যান্ড মোড়ে এক পথসভায় কুমিল্লা জেলা (উ:) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমসহ নেতারা এসব কথা বলেন। পথসভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা, হেলাল উদ্দিন মজনু, সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আবুল খায়ের, শরিফুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম মাশুক, যুবলীগ নেতা সফিকুর রহমান ছবি প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ।
No comments