বাসনকোসন ধোয়ার লোক খুঁজছেন রানি-বেতন ১৪ হাজার পাউন্ড
যুক্তরাজ্যের রয়েল ওয়েবসাইটে রাজকীয় থালাবাসন পরিষ্কারের জন্য একজন লোক চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। উপযুক্ত প্রার্থীর বেতন হবে বছরে ১৪ হাজার ২০০ পাউন্ড। কাজ করতে হবে সপ্তাহে ৪০ ঘণ্টা। বাকিংহাম প্রাসাদেই থাকবেন ওই কর্মচারী।
ব্রিটেনের মিরর পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তবে ওই ব্যক্তি মূলত রাজপরিবারের কর্মচারীদের রেস্তোরাঁয় কাজ করবেন। এ ছাড়া রাজপরিবার যখন উইন্ডসোর, স্যান্ড্রিংহাম, ব্যালমোরাল ও হলিরুড হাউসে যাবে, তখন তাঁকেও কাজের জন্য সেসব জায়গায় যেতে হবে। প্রার্থীকে অবশ্যই একটি টিমের সদস্য হিসেবে সময়জ্ঞানসম্পন্ন, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল হতে হবে। এ কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। সূত্র : জি নিউজ।
তবে ওই ব্যক্তি মূলত রাজপরিবারের কর্মচারীদের রেস্তোরাঁয় কাজ করবেন। এ ছাড়া রাজপরিবার যখন উইন্ডসোর, স্যান্ড্রিংহাম, ব্যালমোরাল ও হলিরুড হাউসে যাবে, তখন তাঁকেও কাজের জন্য সেসব জায়গায় যেতে হবে। প্রার্থীকে অবশ্যই একটি টিমের সদস্য হিসেবে সময়জ্ঞানসম্পন্ন, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল হতে হবে। এ কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। সূত্র : জি নিউজ।
No comments