কুকুর-লড়াই দেখতে গিয়ে কান্দাহারে বোমায় নিহত ১৪
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গতকাল রবিবার পৃথক বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। কান্দাহারের আরঘানদাব জেলার একটি গ্রামে কুকুরের লড়াই দেখার সময় এ বিস্ফোরণ ঘটে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা কুকুরের লড়াই দেখতে আসা বেসামরিক নাগরিক ও পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। 'দুটি বোমা বিস্ফোরিত হয়। এর একটি বিস্ফোরিত হয় ভিড়ের মধ্যে, অন্যটি রাস্তার পাশে।'
আরঘানদাব জেলার প্রধান শাহ মোহাম্মাদ বলেন, কুকুরের লড়াই দেখতে এসেছিল লোকজন। এ সময় মাঠে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পুলিশসহ ১৪ জন মারা যায়। সূত্র : বিবিসি ও এএফপি।
আরঘানদাব জেলার প্রধান শাহ মোহাম্মাদ বলেন, কুকুরের লড়াই দেখতে এসেছিল লোকজন। এ সময় মাঠে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পুলিশসহ ১৪ জন মারা যায়। সূত্র : বিবিসি ও এএফপি।
No comments