গায়িকার ভূমিকায় স্বাগতা
অভিনয়ের পাশাপাশি গানও করেন স্বাগতা। মহাকাল নামে তাঁর একটি গানের দল রয়েছে। ব্যান্ডটির অন্যতম কণ্ঠশিল্পীও তিনি। এবারে একটি নাটকে তাঁকে একজন গানের শিল্পী হিসেবে দেখা যাবে।
রীতিমত গানের দল নিয়েই হাজির হবেন স্বাগতা। মজার বিষয় হচ্ছে- নাটকটির নাম অপরাজিতা আর নাটকে তাঁর ব্যান্ডের নামটিও অপরাজিতা। মাতিয়া বানু শুকুর লেখা নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। এ প্রসঙ্গে স্বাগতা জানিয়েছেন, ‘অনেক বছর ধরেই টেলিভিশন নাটকে অভিনয় করছি। কিন্তু এ ধরনের চরিত্রে কাজ করা হয়নি। নাটকে অপরাজিতাকে একটি রক ধারার ব্যান্ডশিল্পী হিসেবে উপস্থাপন করা হবে।’স্বাগতা আরও বলেন, ‘গত শনিবার সারাদিন আমরা নাটকটির টাইটেল গানের শুটিং করেছি। সারাদিন ধরেই সবাই বেশ পরিশ্রম করেছি। তবে পুরো শুটিংয়ে অনেক মজা হয়েছে।’
অপরাজিতা নাটকে স্বাগতা ছাড়াও অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন প্রভা, শম্পা রেজা, আল মামুন, সাবেরী আলম, খায়রুল আলম পাখি, কে এস ফিরোজ প্রমুখ।
No comments