১০ হাজার কোটি গ্রহ
পৃথিবীর ছায়াপথে ১০ হাজার কোটি গ্রহ আছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এর ফলে বাসযোগ্য গ্রহ পাওয়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে গেল।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) একদল গবেষক সৌরমণ্ডল কেপলার-৩২-এর ওপর গবেষণা করে এই তথ্য দিয়েছেন। গবেষণা নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে। গবেষকেরা নাসার কেপলার মহাশূন্য টেলিস্কোপ ব্যবহার করে এর পর্যবেক্ষণ করেন। আমাদের সৌরজগতের মতোই একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণমান কয়েকটি গ্রহ নিয়ে কেপলার-৩২ গঠিত। এই গবেষকদের আগেই অপর একদল গবেষক এখানে দুটি গ্রহের সন্ধান পান। ক্যালটেকের গবেষণায় আরও তিনটি পাওয়া যায়। এই গ্রহগুলো একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে দেখা যায়। গবেষকেরা নক্ষত্রের উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে গ্রহের বৈশিষ্ট্য, যেমন আকার এবং ঘূর্ণন বেগ সম্পর্কেও ধারণা পান। একই সঙ্গে তাঁরা এর চারপাশের অঞ্চলকে ভাগ করে নেন। ফক্স নিউজ।
No comments