ঢাকার প্রথম মহিলা জেলা জজ হিসেবে কৃষ্ণা দেবনাথের যোগদান
কোর্ট রিপোর্টার ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবে কৃষ্ণা দেবনাথকে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা জজশিপে জেলা ও দায়রা জজ হিসেবে এই প্রথম কোন মহিলাকে নিয়োগ দেয়া হলো।
তিনি আগের জেলা ও দায়রা জজ এমএ গফুরের কাছ থেকে সোমবার দায়িত্বভার গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাপিলেট ট্রাইবু্যনালের সদস্য ছিলেন। তিনি মহিলা জাজেস এ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। এ ছাড়াও পদাধিকার বলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। অপরদিকে আগের জেলা ও দায়রা জজ এমএ গফুরকে এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাপিলেট ট্রাইবু্যনালের সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, পিতা- দীনেশ দেবনাথের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
No comments