মালয়েশিয়ায় কাজের সময় ফেসবুক ব্যবহার দুর্নীতি!
সম্প্রতি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, দেশটির সরকারি কর্মকর্তারা কাজের সময় যদি ব্যক্তিগত কাজ বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সময় কাটান তা দুর্নীতির আওতাভুক্ত হবে।
এক খবরে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া ক্রনিক্যল। মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশনের (এমএসিসি) ডেপুটি চিফ কমিশনার দাতুক সুতিনা সুতান বলেন, কাজের সময় কোনো সরকারি কর্মকর্তা যদি ব্যক্তিগত কাজে তিন ঘণ্টার বেশি সময় কাটান তবে তা দুর্নীতি হিসেবে ধরা হবে।সুতিনা সুতান আরও জানিয়েছেন, সরকার দেশের কর্মকর্তাদের সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য বেতন দেয়।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অতিরিক্ত সময় কাটালে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
No comments