রাভিনা টেন্ডনের প্রত্যাবর্তন
আবারও বড় পর্দায় দেখা যাবে বলিউডের অভিনেত্রী রাভিনা টেন্ডনকে। ‘শোভানা সেভেন নাইটস’ চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে নব্বই দশকের জনপ্রিয় এ তারকার। ছবিটির সাফল্য নিয়ে দারুণ আশাবাদী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে রাভিনার ভাষ্য, ‘এরই মধ্যে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে। পুরস্কার পাওয়ার পাশাপাশি অনেক প্রশংসাও কুড়িয়েছে। এখন চলচ্চিত্র উত্সবে এর প্রদর্শনী সীমাবদ্ধ থাকলেও, সামনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শোভানা সেভেন নাইটস।’ এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নব্বই দশক ও বর্তমান সময়ের বলিউডের মধ্যে তুলনা করতে গিয়ে রাভিনা বলেন, ‘এখন বলিউডে পেশাদারিত্বের বিষয়টি অনেক বেড়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সব কাজ করা হচ্ছে। কিন্তু দর্শকরা ছবি দেখার পরপরই তা ভুলে যাচ্ছেন। এদিক থেকে বিবেচনা করলে, বর্তমান সময়ের চেয়ে নব্বই দশকই ভালো ছিল। তখন ভালো কোনো ছবি মুক্তি পেলে দর্শকরা তা অনেকদিন মনে রাখতেন।’রাভিনা আরও বলেন, ‘বর্তমানে বলিউডের ছবির কলা-কুশলীরা আগের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছেন। আমরা দশটি ছবিতে কাজ করে যে আয় করতাম, এখন একটি ছবিতেই সেই পারিশ্রমিক পাচ্ছেন তাঁরা।’
No comments